ডায়াল সিলেট ডেস্ক : বড়লেখা উপজেলার বর্নি ইউনিয়নের একটি গ্রামীণ রাস্তার মাটি ভরাটের টি.আর বরাদ্দ দুই কিস্তিতে উত্তোলন করেও রাস্তায় কোন কাজ না করার অভিযোগ উঠেছে প্রকল্প কমিটির সভাপতি ও ইউপি সদস্য আবুল হোসেনের বিরুদ্ধে।
জানা গেছে, উপজেলার বর্নি ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের ‘পশ্চিম বর্নি রাতখাল ব্রিজ হতে বারহাল জামে মসজিদ’ পর্যন্ত রাস্তার মাটি ভরাটে ২০২২-২৩ অর্থ বছরে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় সংসদ সদস্যের নির্বাচনী বিশেষ বরাদ্দ হিসেবে ৫০ হাজার টাকা পাওয়া যায়। ইউপি সদস্য আবুল হোসেন নিজে প্রকল্পের সভাপতি ও স্থানীয় ছাত্রলীগ নেতা তানভীর আহমদকে সাধারণ সম্পাদক করে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ে পাঁচ সদস্যের একটি কমিটি জমা দেন। ইউপি সদস্য আবুল হোসেন গত ৭ মে প্রকল্পের বরাদ্দের প্রথম কিস্তি ও ২৪ মে দ্বিতীয় কিস্তির টাকা উত্তোলন করেন।
প্রকল্পের সাধারণ সম্পাদক ছাত্রলীগ নেতা তানভীর আহমদ জানান, স্থানীয় সংসদ সদস্য ও পরিবেশমন্ত্রী শাহাব উদ্দিন এলাকাবাসির দাবীতে চলিত অর্থবছরে উক্ত রাস্তা সংস্কারে (মাটির কাজ) ৫০ হাজার টাকা টি.আর বরাদ্দ দেন। ইউপি সদস্য আবুল হোসেন তাকে প্রকল্পের সাধারণ সম্পাদক করলেও বরাদ্দের টাকা উত্তোলনের বিষয়টি তাকেসহ অন্যান্য সদস্যদের জানাননি এবং রাস্তায় কোন কাজও করেননি। বরাদ্দের পুরো টাকা তিনি পকেটস্থ করেছেন। এতে মন্ত্রী ও দলের (আ.লীগের) দুর্নাম হচ্ছে।
সরেজমিনে গেলে এলাকাবাসী জানান, তাদের দুর্ভোগ লাঘবে পরিবেশমন্ত্রী শাহাব উদ্দিন এমপি এই রাস্তা সংস্কারের জন্য টি.আর বরাদ্দ দেন। কিন্তু বরাদ্দ প্রদানের দীর্ঘদিন পরও রাস্তায় কাজ করেননি ইউপি সদস্য আবুল হোসেন। বারহাল জামে মসজিদ কমিটির সভাপতি মাসুক আহমদ ও স্থানীয় বাসিন্দা আলাল আহমদ জানান, নদীর পাড়ের ভাঙাচুরা রাস্তায় খুব কষ্টে লোকজন চলাচল করছেন। টি.আর বরাদ্দের কাজটি করা হলে মানুষের কিছুটা উপকার হতো। এখন শুনছেন ইউপি সদস্য কাজ না করেই বরাদ্দের অর্থ আত্মসাৎ করেছেন।
প্রকল্প কমিটির সভাপতি ও ইউপি সদস্য আবুল হোসেন জানান, ইউনিয়ন পরিষদের বরাদ্দকৃত এক লাখ টাকা ও টি.আরের ৫০ হাজার টাকা একত্র করে তিনি রাস্তার কাজ করেছেন। ভিন্ন সময়ের ভিন্ন কর্মসূচির বরাদ্দ একত্র করার নিয়ম আছে কি না জানতে চাইলে তিনি কোন সদুত্তর দেননি।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. উবায়েদ উল্লাহ খান জানান, ইউপি চেয়ারম্যান কাজের প্রত্যয়ন দেওয়ায় তিনি বরাদ্দ ছাড় দিয়েছেন। তবে এখন সরেজমিনে পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন।
