ডায়াল সিলেট ডেস্ক : পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সংসদ সদস্য সুলতান মোহাম্মদ মনসুর আহমদের বরাদ্দকৃত একশত ঈদগাহসহ মসজিদ, মাদ্রাসা, মন্দির, গির্জা ও বিভিন্ন সামাজিক ক্লাব সংগঠনে ৭১ লক্ষাধিক টাকার অনুদান বিতরণ করা হয়েছে।
এমপির অফিস সহকারী শেখ রুহেল আহমদ জানান, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কুলাউড়া সংসদীয় আসনের সংসদ সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও ডাকসুর ভিপি সুলতান মোহাম্মদ মনসুর আহমদের বরাদ্দকৃত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের ৭১ লক্ষাধিক টাকার অনুদান বিতরণ করা হয়েছে।
বরাদ্দকৃত অনুদানের মধ্যে কুলাউড়ার ১০০টি ঈদগাহসহ মসজিদ, মাদ্রাসা, মন্দির, গির্জা ও বিভিন্ন সামাজিক ক্লাব সংগঠনে ৫০ হাজার টাকা করে অনুদান বিতরণ করা হয়েছে।
