ডায়াল সিলেট ডেস্ক : মুসলমানদের সর্ববৃহৎ ধর্মীয় অনুষ্ঠান ঈদুল আজহা আগামী ২৯ জুন বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। হযরত সৈয়দ শাহ্ মোস্তফা (র:) পৌর ঈদগাহ মাঠে প্রধান তিনটি জামাত অনুষ্ঠিত হবে।

পৌর মেয়র মোঃ ফজলুর রহমান জানান, ঈদগাহ কমিটির সভায় সিদ্ধান্ত অনুয়ায়ী ২৯ জুন বৃহস্পতিবার প্রথম জামাত সকাল সাড়ে ৬ টায়, দ্বিতীয় জামাত সকাল সাড়ে ৭ টায় ও তৃতীয় জামাত সকাল সাড়ে ৮ টায় সৈয়দ শাহ্ মোস্তফা (র:) পৌর ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে।

তিনি সবাইকে সুন্দর-সুশৃংঙ্খলভাবে ঈদের নামাজা আদায় করার জন্য অনুরোধ জানান। পৌর নাগরিকদের পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন।

পৌরসভার তত্বাবধানে ঈদের প্রথম জামাতে ইমামতি করবেন জেলা জামে মসজিদের (কোর্ট মসজিদ) পেশ ইমাম ও খতিব মুফতি মাওলানা শামসুল হক। সানি ইমাম হিসেবে দায়িত্ব পালন করবেন দর্জির মহল জামে মসজিদের ইমাম মাওলানা হাম্মাদ বিল্লাহ।

দ্বিতীয় জামাতে ইমামতি করবেন পশ্চিমবাজার জামে মসজিদের খতিব মাওলানা মুহিবুর রহমান। সানী ইমাম হিসেবে দায়িত্ব পালন করবেন উত্তর কলিমাবাদ জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মাওলানা মো. মকবুল হোসাইন খান।

তৃতীয় জামাতে ইমামতি করবেন পূর্ব ধরকাপন জামে মসজিদের খতিব মুফতি মাওলানা হিফজুর রহমান ফুয়াদ। সানী ইমাম হিসেবে দায়িত্ব পালন করবেন পশ্চিম ধরকাপন জামে মসজিদের (মসজিদে আয়শা) খতিব মাওলানা সৈয়দ মাজদুদ আহমদ রাফিদ।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *