ডায়াল সিলেট ডেস্ক :মৌলভীবাজারে শেখ বোরহান উদ্দিন (রহঃ) ইসলামী সোসাইটির (বিআইএস) উদ্যোগে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে তিনদিন ব্যাপী ট্রাফিক পুলিশ সহায়তা কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
সোমবার সন্ধ্যায় শহরের চৌমুহনা পয়েন্টে সংগঠনটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এম মুহিবুর রহমান মুহিব এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন অতিরিক্ত পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার (প্রশাসন ও অর্থ)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার সদর ট্রাফিক ইন্সপেক্টর (এডমিন) মোঃ মাহফুজুল হক, মৌলভীবাজার মডেল থানার ওসি (তদন্ত) মো: মশিউর রহমান, বিআইএস এর উপদেষ্টা নজরুল ইসলাম কয়ছর।
নির্বাহী পরিচালক আবুল মাসুম রনির সঞ্চালনায় সংগঠন নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান জোবায়ের আলী আহমদ, সাংগঠনিক সচিব মোঃ সোহান হোসাইন হেলাল, সমাজকল্যাণ সচিব এম জুনেদ আহমদ, নির্বাহী পরিচালক হায়দার আলী নয়ন, আব্দুল মুত্তাকীন শিবলু, শেখ রাফি আহমদ ছাকিব, শেখ মোহাম্মদ মারুফ, মো; রেজাউল ইসলাম রাফি, আব্দুল আজিজ ইমন, ইয়াছিন আহমদ রাজু, শেখ মেহেদী হাসান, আতিকুর রহমান ইয়ামীন, আব্দুল্লাহ আল মোহাইমিন রমি, শেখ তামজিদ আহমদ অভি, হাসানুর রহমান, জুবায়ের আহমদ তায়েফ, ফরজান আহমদ, শাহ সিজলু আহমদ, ফয়সাল আহমেদ শাহী, নাছিম চৌধুরী, সিহাব আহমেদ সাকিব, মাহিবুল ইসলাম সামী, আব্দুল কাইয়ুম, আতিকুর রহমান, মাহতাবুল ইসলাম উদয়, তাহসিন খান ইমাদ, জায়েদুল ইসলাম আমিনুল, মুহিবুর রহমান সোহাগ, সিহাব আহমেদ, শাহ নাজিবুর রহমান নাফিজ, মোহাম্মদ কবির মিয়া প্রমুখ।
