মনজু বিজয় চৌধুরী॥ মৌলভীবাজার স্টেডিয়ামে কুরবানির হাট পরিদর্শন করেছেন সিলেট রেঞ্জের ডিআইজি শাহ মিজান শফিউর রহমান।
বুধবার (২৮ জুন) বেলা আড়াইটার দিকে তিনি গরুর হাটে প্রবেশ করেন। এসময় কয়েকাট গরু দেখেন ও দাম জানতে চান। দেখেন আইনশৃংখলা পরিস্থিতি।
কুরবানির হাট পরিদর্শন শেষে ডিআইজি সাংবাদিকদের বলেন- মৌলভীবাজারসহ সিলেট বিভাগের চারটি জেলার মানুষ খুবই শান্তিপ্রিয়। তবে হবিগঞ্জ ও সুনামগঞ্জে কিছুটা দাঙ্গা হয়।
ডিআইজি বলেন- মৌলভীবাজারে আইনশৃংখলা পরিস্থিতি খুবই ভালো। জাল টাকার নোট যাতে কেউ ছড়াতে না পারে সেজন্য পুলিশ সদস্যরা সক্রিয় আছেন। চারটি জেলার পশুর হাটে ১৭৪টি মোবাইল টিম কাজ করছে। কোনো চাঁদাবাজি, গরু জোর করে নামিয়ে নেওয়া বা টাকা নেওয়া- এরকম অভিযোগ নেই।
ভারতীয় গরুর অনুপ্রবেশ এবং চামাড় পাচাররোধেও পুলিশ সদস্যরা সক্রিয় আছেন- জানান ডিআইজি।
এসময় পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, অতিরিক্ত পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার, অতিরিক্ত পুলিশ সুপার সুদর্শন কুমার রায়, সদর মডেল থানার ওসি হারুনূর রশীদ চৌধুরীসহ জেলার পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
