ডায়াল সিলেট ডেস্ক : নাস্তার নিমকি কড়াকড়া হয়নি মান, এই অভিযোগে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সুধা মিস্টান্ন ভান্ডারের ম্যানেজার আরফান মিয়াকে (৩৩) বেধড়ক পিটিয়েছেন স্থানীয় এমপি উপাধ্যক্ষ আব্দুস শহীদের বডি গার্ড এএসআই মোহাম্মদ গোলাম কিবরিয়া।

গতকাল দুপুরে ঘটনাটি ঘটে তবে ভয়ে এখনো মুখ খুলছেন না আহত হয়ে স্থানীয় হাসপাতালে চিকিৎসা শেষে ভয়ে আত্মগোপনে থাকা আরফান মিয়া।

স্থানীয় সুত্র ও ঘটনার ভিডিও সুত্রে জানাযায়, মঙ্গলবার সকালে শ্রীমঙ্গল চৌমুহনীর জনপ্রিয় সুধা মিস্টান্ন ভান্ডারে দলবল নিয়ে যান এএসআই কিবরিয়া।
মিস্টির সাথে নিমকির মান নিয়ে চিল্লাচিল্লি শুরু করেন পরে ম্যানেজারের টেবিলের সামনে এসে হাত উচিয়ে সবাইকে শাসাতে থাকেন। পরে দোকানের ভেতর থেকে পাশের একটি বিল্ডিংয়ের আড়ালে আরফানকে নিয়ে গিয়ে বেধড়ক পেটান।

পিটুনিতে আহত আরফান মিয়া চিকিৎসা নেন শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। কিন্তু এরপর থেকে আর দোকানে আসেননি ভয়ে।

তার মোবাইল নাম্বারে রাত থেকে বুধবার সন্ধ্যা পর্যন্ত একাধিকবার চেষ্টা করা হলেও যোগাযোগ করা সম্ভব হয়নি।
একপর্যায়ে তার স্ত্রী পরিচয়ে এক নারী কথা বললেও তিনি বিস্তারিত জানাতে অপরাগতা প্রকাশ করেন। তিনি জানান, ‘আমার স্বামীকে প্রচুর আঘাত করা হয়েছে। তিনি বর্তমানে বিছানা থেকে উঠতে পারছেন না , মোবাইলে কথা বলতে পারবেন না। তিনি কোথায় আছেন সে তথ্য তিনি রাজি হননি এই নারী।

ঘটনার বিস্তারিত জানতে সরজমিনে সুধা মিস্টান্ন ভান্ডারে গেলে জানাযায়, দোকানের মালিক দেশের বাইরে অবস্থান করছেন তবে কর্মচারী ভয়ে কেউ কথা বলতে রাজি হননি।

অভিযুক্ত এ এস আই মোহাম্মদ গোলাম কিবরিয়ার সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, এমন কিছুই ঘটেনি , যা ঘটেছিল মিমাংসা হয়েগেছে।

একপর্যায়ে তিনি কিছুটা উত্তেজনার স্বরে পাল্টা প্রশ্ন করেন , ‘আপনি দেখছেন আমি মারছি?’

ঘটনার ২ টি ভিডিও ফুটেজ রয়েছে এ কথা শুনে তিনি ব্যস্ত আছেন বলে লাইন কেটে দেন।

এই বিষয়ে শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন সর্দার বলেন, আমি কিছু জানিনা বিস্তারিত খুজ নিচ্চি।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *