মনজু বিজয় চৌধুরী॥ মৌলভীবাজার মৌলভীবাজার উপজেলার কমলগঞ্জ শমশেরনগরের দক্ষিন দৌলতপুর এলাকার এক দরিদ্র পরিবারের সন্তান পঞ্চম শ্রেনীর ছাত্রী অর্পী আক্তার বয়স ১১ তার হার্টে ছিদ্র ধরা পড়েছে। অর্পী ও তার পরিবারের পাশে রুহি ফাউন্ডেশন মানুষের বিপদে পাশে দাড়িয়েছি।
সম্প্রতি যে পরিবারে দৈনিক চাহিদা মেটাতে হিমশিম খেতে হয় সেখানে তার এই হার্টের অসুখ চরম দুশ্চিন্তায় ফেলেছে পরিবারটিকে।বাড়তি চিকিৎসার ব্যায় মেটানো তার পরিবারের জন্য প্রায় অসম্ভব। অর্পীকে সুস্থ্য হতে হলে হার্টের ছিদ্রের জন্য অপারেশন করাতে হবে। এই চিন্তায় দিশেহারা পরিবারটি। তবে কি অর্পী হারিয়ে যাবে অকালে। আমাদের সমাজের মানবতাপ্রেমীরা একটু সহানুভূতির দৃষ্টি দিলেই আবারো সুস্থ্য স্বাভাবিক জীবনে ফিরতে পারে মেয়েটি। একটি অসহায় পরিবারের এই বিপদে আসুন না সকলে মিলে একটু সাহায্য সহায়তা করে তাদের পাশে দাড়াই।এই মেয়েটির চিকিৎসার জন্য রুহি ফাউন্ডেশন মৌলভীবাজার শাখা উদ্যোগে আমার পক্ষ থেকে মেয়েটির পরিবার কে কিছু অর্থ প্রধান করা হবে।
অর্পীকে সহায়তা পাঠাবার ঠিকানা।
লাকী আক্তার( মাতা)
ঠিকানা : দক্ষিণ দৌলতপূর।
শমশেরনগর, কমলগঞ্জ, মৌলভীবাজার।
বিকাশ নং-01748 555484 (মায়ের পার্সোনাল)
এ ছাড়াও যোগাযোগ করতে পারেন,
Kabir Ahmed শাফাতুল ইসলাম মাসুদ M A H Shibul MD Jobur Alli Rahim Opu মোঃ মিজানুর রহমান।
এবং যোগাযোগ করতে পারবেন রুহি ফাউন্ডেশন মৌলভীবাজার টিমের সাথে।