মনজু বিজয় চৌধুরী॥ মৌলভীবাজার জেলা ও দায়রা জজ আদালতে আগত বিচারপ্রার্থীরা স্বস্তিতে বিশ্রাম নিতে পারেন সেজন্য বাংলাদেশ সুপ্রীম কোর্ট দেশের প্রতিটি জেলায় বিশ্রামাগার নির্মানের পরিকল্পনা গ্রহণ করেছে। এই পরিকল্পনার অংশ হিসেবে মৌলভীবাজার জেলা ও দায়রা জজ আদালত চত্ত্বরে বিচারপ্রার্থিদের জন্য বিশ্রামাগারের ভিত্ত্বি প্রস্তর উদ্বোধন করা হয়েছে। যা ন্যায়কুঞ্জ নামে পরিচিত।
৪ জুলাই মঙ্গরবার দুপরে জেলা জজ আদালতের আদালত প্রাঙ্গণে এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপীল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান শাহীন। এরপর আদালত প্রাঙ্গণে একটি গাছের চারা রোপন এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে এ শ্রদ্ধা নিবেদন করে কিছুক্ষণ নিরবতা পালন করেন তিনি।
উদ্বোধন শেষে মৌলভীবাজার বিচার বিভাগের আয়োজনে মৌলবীবাজার জেলা শিল্পীকলা একাডেমী কক্ষে আলোচনা সভার অনুষ্ঠানের মৌলভীবাজার বিজ্ঞ জেলা ও দায়রা জজ, আল-মাহমুদ ফায়জুল কবীর এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপীল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান শাহীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ,বিচারপতির সহধমিনী বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ নির্বাহী বোর্ডের সদস্য ( অর্থ ) নাফিয়া বানু, ১ম অতিরিক্ত অতিরিক্ত জেলা ও দায়রা জজ, মোঃ ফারুক উদ্দিন, ২য় মৌলভীবাজার অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ খোরশেদুল আলম সিকদারমৌলভীবাজার জেলা প্রশাসক উর্মি বিনতে সালাম, জেলা পুশিল সুপার মো: জাকারিয়া,মৌলবীবাজার জেলা গণপূর্ত নির্বাহী প্রকৌশলী মাহমুদুল হাসান,জেলা আইনজীবী সমিতির সভাপতি বাবু রমাকান্ত দাশগুপ্ত,জেলা আইনজীবি সমিতি সাধারণ সম্পাদক মো : বদরুল হোসেন ইকবাল, বিজ্ঞ জি পি অ্যাডভোকেট আব্দুল খালিক, নারী ও বিজ্ঞ স্পেশাল পিপি এডভোকেট নিখিল রঞ্জন দাশ প্রমুখ।
এছাড়াও আদালতের কর্মকর্তা- কর্মচারীরা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
