সিলেট মহানগর মহিলাদলের প্রস্তুতি সভা

 

ডায়াল সিলেট ডেস্ক :: সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন বলেছেন, ‘‘আগামী ৯ তারিখে সিলেটে বিএনপির বিভাগীয় সমাবেশ জনসমুদ্রে পরিণত হবে। সমাবেশ সফলের লক্ষে দলের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা প্রস্তুত রয়েছে। যেখানে নারী নেত্রীরাও সফলভাবে তাদের সাংগঠনিক প্রস্তুতি জোরদার করে বিভাগীয় সমাবেশ সফলের লক্ষে জোরালো ভূমিকা রাখছে।’’

 

বিএনপির বিভাগীয় তারুণ্যের সমাবেশ সফলের লক্ষে সিলেট মহানগর মহিলা দল আয়োজিত প্রস্ততি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

 

সোমবার বিকেলে নগরীর তাতীপাড়ায় অনুষ্ঠিত প্রস্তুতি সভায় সিলেট মহানগর মহিলা দলের সভাপতি নিগার সুলতানা ডেইজির সভাপতিত্ব ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাফিয়া খাতুন মনির পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখে মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, কেন্দ্রীয় মহিলা দলের সহ সভাপতি সামিয়া বেগম চৌধুরী।

 

সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন সহ সভাপতি আসমা আলম, মিনারা হোসেন, বিলকিস জাহান চৌধুরী, হাসিনা রহমান হেনা, সাংগঠনিক সম্পাদক রেহানা ফারুক শিরীন, শিখা হাওলাদার, শারমিন আক্তার, ফরিদা আখতার চৌধুরী, শাহানা বেগম, সামিরা বেগম প্রমুখ।

 

সভা শুরুতে সিলেট মহানগর বিএনপির সাবেক সভাপতি আব্দুল হকের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক শোক প্রস্তাব গ্রহণ করা হয়।

 

সভায় দলের সাধারণ সম্পাদক দেশের বাইরে অবস্থান করায় ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে সাফিয়া খাতুন মনিকে দায়িত্ব প্রদান করা হয়।

 

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *