নেত্রকোণার কংস নদীতে যাত্রীবাহী একটি নৌকাডুবির ঘটনার ঘটেছে। নৌকায় থাকা ২০ জন যাত্রী সাঁতরে তীরে উঠলেও নিখোঁজ রয়েছেন ৩ জন।

বুধবার (৫ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে জেলার পূর্বধলা উপজেলা ও দুর্গাপুর উপজেলার মধ্যবর্তী জামধলা বাজারের কৈলাটি ফেরিঘাট এলাকায় কংস নদীতে এ ঘটনা ঘটে। দুর্গাপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

 

ওসি বলেন, নৌকার বেশির ভাগ যাত্রী সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও এখনও ২ জন যাত্রী নিখোঁজ রয়েছে। তবে সাঁতরে নদীর তীরে উঠে আসা যাত্রীদের দাবি এখনও তাদের ৩ জন যাত্রী নিখোঁজ রয়েছেন।

দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজীব-উল-আহসান জানান, নেত্রকোণার পূর্বধলা উপজেলার জামধলা বাজার এবং দুর্গাপুর উপজেলার মুচারবাড়ী ফেরিঘাটে কংস নদী দিয়ে দুই উপজেলার লোকজনের নিয়মিত যাতায়াত আছে। আজ পূর্বধলা উপজেলার ধলামূলগাও ইউনিয়নের জামধলা বাজারের সাপ্তাহিক হাটের দিন। এ উপলক্ষ্যে বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে মুচারবাড়ী ফেরিঘাট থেকে প্রায় ২০/২৫ জন লোক নিয়ে জামধলা বাজারের দিকে ইঞ্জিনচালিত নৌকাটি রওয়ানা হয়ে কংস নদীর মাঝখানে পৌঁছানো মাত্রই ডুবে যায়। স্থানীয় লোকজনের সহায়তায় নৌকার ২০ জন যাত্রীকে উদ্ধার করা হয়।

খবর পেয়ে নেত্রকোণা থেকে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে নিখোঁজদের উদ্ধার চেষ্টা চালায়। রাত ৯টা পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

 

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *