লিমন ইসলাম: প্রাউড টু বি সিলেটি ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকের প্রেসিডেন্ট হারুনুর রশীদ, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান রানা, ট্রেজারার জামাল হোসেন, এবং প্রাউড টু বি সিলেটি ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকের চ্যারিটি কোডিনেটর সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুর এক যুক্ত বিবৃতিতে বৃটেনের বিশিষ্ট কমিউনিটি নেতা ও সমাজসেবী ইফতেখার হোসেইন চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও শোকাবহ পরিবারবর্গ এর প্রতি সমবেদনা জ্ঞাপন সহ মহাণ আল্লাহু রাব্বুল আলামিন যেনো উনাকে জান্নতবাসী করেন এই দোয়া করার জন্য কমিউনিটির সবার প্রতি বিনীতভাবে অনুরুধ জানিয়েছেন।
এদিকে শোকবার্তায় ইউকে বিডি টিভি চেয়ারম্যান
ও দৈনিক মৌমাছিকন্ঠের সম্পাদকমন্ডলীর সভাপতি মোহাম্মদ মকিস মনসুর বলেন, বিশিষ্ট ব্যাবসায়ী ও সমাজসেবক ইফতেখার চৌধুরী উরফে ফখরু চৌধুরী ছিলেন সুনামগন্জের ঐতিহ্যবাহী দূর্গাপাশা চৌধুরী বাড়ির সন্তান।
তিনি দক্ষিন সুনামগন্জ উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি ছাড়া ও বঙ্গবীর ওসমানী মেমোরিয়েল ফাউণ্ডেশনের উপদেষ্টা ,গ্রেটার সিলেট কাউন্সিল সাউথ ইষ্ট রিজিয়নের সাবেক সহ সভাপতি ও ইজলিংটন বাংলাদেশ ওয়েলফেয়ারএসোসিয়েশনের সাথে দীর্ঘকাল জড়িত ছিলেন।
একজন সদালাপী ,মিষ্টভাষী ও গুণী ব্যক্তি হিসাবে সমাজে উনার ছিলো ব্যাপক পরিচিতি, তার মৃত্যুতে আমাদের কমিউনিটির অপূরণীয় ক্ষতি হয়েছে।। **************
লিমন ইসলাম, ওয়েলস ইউকে,

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *