মনজু বিজয় চৌধুরী॥  মৌলভীবাজার জেলার পুলিশ সুপার হিসেবে যোগদান করেছেন মোঃ মনজুর রহমান পিপিএম (বার)। বৃহস্পতিবার দুপুরে নবাগত এ পুলিশ সুপার বিদায়ী পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়ার কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।

বিসিএস পুলিশ ক্যাডারের ২৫তম ব্যাচের কর্মকর্তা মোঃ মনজুর রহমান সবশেষ পুলিশ হেডকোয়ার্টার্সে এআইজি (মিডিয়া) হিসেবে কর্মরত ছিলেন। তিনি এর আগে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) ও বরিশাল মেট্রোপলিটন পুলিশে (বিএমপি) উপ-পুলিশ কমিশনার (ডিসি) হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি দীর্ঘদিন ডিএমপির বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন।
মেধাবী ও চৌকস পুলিশ অফিসার হিসেবে মোঃ মনজুর রহমান ভালো কাজের স্বীকৃতিস্বরূপ দুইবার ‘প্রেসিডেন্ট পুলিশ পদক’ (পিপিএম) লাভ করেন। বৃহস্পতিবার সন্ধ্যায় সাংবাদিকদের দেয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *