ডায়াল সিলেট ডেস্ক :: মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে রুমমেটের ছুরিকাঘাতে রাবেল আহমদ (২৮) নামে সিলেটী এক যুবক নিহত হয়েছেন। শনিবার সৌদি আরবের স্থানীয় সময় রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।

 

নিহত রাবেল সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের হাজিপুর (শুকনা) গ্রামের ফারুক আহমদের ছেলে।

 

জানা যায়, রাবেল ও ওই যুবক দীর্ঘদিন থেকে একই রুমে থাকতো। শনিবার রান্না করাকে কেন্দ্র করে রাবেল ও তার রুমমেটের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে রাবেল রুম থেকে বেরিয়ে যায়। পরে তাকে রাস্তায় পেয়ে ওই যুবক উপর্যুপরি ছুরিকাঘাত করে। ছুরিকাঘাতে ঘটনাস্থলেই সে মৃত্যুর কোলে ঢলে পড়ে।

 

ঘটনার পর স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনী ঘাতককে গ্রেপ্তার করে। সে কুমিল্লা জেলার বাসিন্দা। তবে তাৎক্ষণিকভাবে তার নাম পরিচয় জানা যায়নি।

 

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ফুলবাড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাহবুবুর রহমান ফয়ছল।

 

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *