ডায়াল সিলেট ডেস্ক :: বিএনপির অন্যতম অঙ্গসংগঠন জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ শুক্রবার। ১৯৯২ সালের ২৫ আগস্ট বিএনপির এ অঙ্গসংগঠনটি প্রতিষ্ঠিত হয়।

 

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ শুক্রবার বেলা ১১টায় রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে পুষ্পমাল্য অর্পণ করবে মুক্তিযোদ্ধা দল। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান এতে প্রধান অতিথি থাকবেন।

 

মুক্তিযোদ্ধা দলের প্রতিষ্ঠার ইতিহাস প্রসঙ্গে সংগঠনটির সাধারণ সম্পাদক সাদেক আহমেদ খান জানান, ১৯৯২ সালের ২৫ আগস্ট তৎকালীন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নির্দেশে দলটির তৎকালীন নেতা বীর মুক্তিযোদ্ধা কর্নেল (অব.) অলি আহমদের তত্ত্বাবধানে রণাঙ্গনের মুক্তিযোদ্ধাদের নিয়ে এ সংগঠনটি প্রতিষ্ঠিত হয়।

 

অলি আহমদ পরবর্তীকালে বিএনপি থেকে বেরিয়ে গিয়ে এলডিপি নামে নতুন রাজনৈতিক দল গঠন করেন, যে দলটি বর্তমানে সরকারের পদত্যাগের এক দফা দাবিতে বিএনপির যুগপৎ আন্দোলনে রাজপথে সক্রিয় ভূমিকা রাখছে।

 

 

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *