দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ১১ জন মারা গেছে। এর মধ্যে আটজন ঢাকা সিটির এবং তিনজন ঢাকা সিটির বাইরের। এ সময় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে দুই হাজার ৩২৭ জন। এর মধ্যে ঢাকা সিটিতে ৯২০ জন এবং ঢাকা সিটির বাইরে বিভিন্ন হাসপাতালে এক হাজার ৪০৭ জন ভর্তি হয়েছে।

আজ রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে আট হাজার ২৯৯ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন। ঢাকা মহানগরীর সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে তিন হাজার ৯৪৫ জন এবং ঢাকার বাইরে অন্যান্য বিভাগে ভর্তি রয়েছে চার হাজার ৩৫৪ জন রোগী।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়েছে, এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে এক লাখ ১৪ হাজার ৫১১ জন হাসপাতালে ভর্তি হয়েছে।

এর মধ্যে ঢাকা সিটিতে ৫৪ হাজার ৪০৯ জন এবং ঢাকার বাইরে ৬০ হাজার ১০২ জন।
এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে ৫৪৮ জন মারা গেছে। তাদের মধ্যে ঢাকা সিটিতে ৪০৪ জন এবং ঢাকার বাইরে ১৪৪ জন মারা গেছে।

অন্যদিকে চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে এক লাখ পাঁচ হাজার ৬৬৪ জন।

এর মধ্যে ঢাকা সিটিতে ৫০ হাজার ৬০ জন এবং ঢাকার বাইরে দেশের বিভিন্ন স্থানে সুস্থ হয়েছে ৫৫ হাজার ৬০৪ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে দুই হাজার ২৫৩ জন। এর মধ্যে ঢাকা সিটির ৮১৩ জন এবং ঢাকার বাইরে বিভিন্ন স্থানে সুস্থ হয়েছে এক হাজার ৪৪০ জন।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *