ডায়ার সিলেট ডেস্ক :: মৌলভীবাজারের শ্রীমঙ্গলের লেমন গার্ডেনে রিসোর্টের কক্ষে শরিফুল ইসলাম নামের এক পর্যটক খুন হয়েছেন। খুনের পর সঙ্গে থাকা অপর ২ পর্যটক কক্ষ তালা দিয়ে পালিয়ে যায়।
রিসোর্টের রেজিষ্টার ও পুলিশ সুত্রে জানা যায়, ২৫ আগস্ট সকাল প্রায় পৌনে ৮ টার দিকে চাঁদপুরের শাহারাস্তি উপজেলার খাসেরবাড়ি গ্রামের আবুল খায়েরের ছেলে মো: নুরুল আমিন রাব্বিসহ অজ্ঞাতনামা আরও মধ্যবয়সী ১ জন পর্যটক হোটেল লেমন গার্ডেন রিসোর্ট এর বৃষ্টি বিলাশের রুম নং-৫ এ থাকার জন্য উঠেন।
পরবর্তিতে রোববার সাড়ে ১২ টার দিকে হোটেল স্টাফ সহিদুল ইসলাম সংশ্লিষ্ট রুমে চেকিংয়ের জন্য গেলে ওই রুম তালাবদ্ধ অবস্থায় দেখতে পান।
এতে তার সন্দেহ হলে ডাকাডাকির একপর্যায়ে কোন সাড়াশব্দ না পেয়ে হোটেল কর্তৃপক্ষকে জানালে হোটেল কর্তৃপক্ষ ঘটনাটি শ্রীমঙ্গল থানা পুলিশকে জানায়।