স্পোর্টস ডেস্ক :: আর্জেন্টিনার তৃতীয় বিভাগের দল সোল দে মায়োতে অভিষেক ম্যাচটা দারুণভাবেই শেষ করলেন বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়া। নিজে গোল করেছেন। দলও পেয়েছে স্বস্তির জয়। বহু নাটকীয়তা শেষ করে আর্জেন্টাইন ক্লাবে গিয়েছিলেন বাংলার কাপ্তান। ম্যাচটাও হলো তেমনই নাটকীয়। জার্মিনালের বিপক্ষে ম্যাচে ২-১ গোলে জয় পেয়েছে সোল দে মায়ো।

 

রবিবার আর্জেন্টাইন ক্লাব সোল দে মায়োর জার্সিতে আর্জেন্টিনার ৩য় বিভাগের ফুটবলে নিজের যাত্রা শুরু করেছেন জামাল। বাংলাদেশ অধিনায়ককে বরণের সকল প্রস্তুতিই নিয়েছে সোল দে মায়ো। ‘ ওয়েলকাম জামাল’ ব্যানারে স্বাগত জানানো হয়েছে তাকে। জামালও প্রতিদান দিলেন গোল করে। পেনাল্টিতে থেকে গোল করে দলের জয়ে অবদান রেখেছেন বাংলাদেশের এই মিডফিল্ডার।

 

ম্যাচ শুরু থেকেই অবশ্য কিছুটা কোণঠাসা ছিল সোল দে মায়ো। প্রথম দশ মিনিটে খুব একটা গোছানো ফুটবল উপহার দিতে পারেনি তারা। বেশ কয়েকবার ঝুঁকির মুখেও ছিল। এমনকি প্রথমার্ধে রক্ষণের ভুলে এক গোল খেয়েও বসে সোল দে মায়ো। তবে অফসাইডের কল্যাণে বাদ যায় সেই গোল।

 

ম্যাচে অবশ্য সোল দে মায়ো ফিরে এসেছে খুব দ্রুতই। বেশ কয়েকবার আক্রমণে দেখা গিয়েছে তাদের। বিপজ্জনক জায়গায় ফ্রিকিকও এসেছে। তবে গোলের মুখ দেখা হয়নি তাদের। ডেডলক ভেঙেছে ম্যাচের ৩০ মিনিটে।

 

পরিকল্পিত এক আক্রমণের সূত্র ধরে ডিবক্সে বল পান সোল দে মায়োর ফার্নান্দো ভালদেবেনিতো। দুই ডিফেন্ডারকে বোকা বানিয়ে শেষ পর্যন্ত বল জালে জড়ান তিনি। ওই এক গোলের লিড নিয়েই শেষ পর্যন্ত বিরতিতে গিয়েছে দুই দল।

দ্বিতীয়ার্ধে অবশ্য কিছুটা গোছানো ফুটবলই খেলেছে সোল দে মায়ো। একাধিক সুযোগ পেয়েছিল তারা। যদিও ফিনিশিং এর দূর্বলতায় লিড বাড়ানো হয়নি তাদের। জার্মিনালের গোলরক্ষকের কল্যাণেও বেশ কয়েকবার হতাশ হতে হয়েছে জামালদের।

 

শেষ পর্যন্ত অবশ্য ৮১ মিনিটে বাংলাদেশে থাকা ফুটবল ভক্তদের আনন্দের উপলক্ষ্য এনে দেন জামাল ভূঁইয়া। ডিবক্সে ফাউলের সূত্র ধরে পেনাল্টি পায় সোল দে মায়ো। স্পটকিক নিতে এগিয়ে আসেন বাংলার কাপ্তান। সেখান থেকেই লক্ষ্যভেদ করেন তিনি।

 

শেষে ৮৭ মিনিটে জার্মিনালের গ্যাব্রিয়েল অব্রেডর গোল করলেও জয় নিশ্চিত করেই মাঠ ছেড়েছে সোল দে মায়ো। এই জয়ের পর নিজেদের লিগে ৬ষ্ঠ স্থানেই রইলো জামালের ক্লাব। ২৪ ম্যাচে তাদের সংগ্রহ ৩২ পয়েন্ট। আর প্রতিপক্ষ জার্মিনাল আছে টেবিলের ৭ নাম্বার স্থানে। তাদের পয়েন্ট ২৪।

 

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *