সুনামগঞ্জের তাহিরপুরের মাটিয়ান হাওরে ঝড়ের কবলে পরে নৌকা ডুবে নিখোঁজ দুজনের লাশ উদ্ধার করা যায়নি। ঘটনার পর থেকে পরিবারের লোকজন ও পুলিশ স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে বলে।

সোমবার(২৮ আগষ্ট) সন্ধ্যা পর্যন্ত তারা নিখোঁজ রয়েছেন। এরপূর্বে গত রবিবার(২৭ আগষ্ট) বিকেল সাড়ে ৪টা সময় উপজেলার মাটিয়ান হাওর নৌকাডুবির দুর্ঘটনাটি ঘটে।

নিখোঁজ ব্যক্তিরা হলেন- উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের চিলাইন তাহিরপুর গ্রামের মৃত মছরফ আলীর ছেলে মোঃ শাহ আলম(৫০) ও একেই গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে আবুল ফয়েজ (৪৮)। ঘটনার পর থেকে দুটি পরিবারে শোকের মাতম চলছে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে নিখোঁজদের স্বজনরা জানান, শাহ আলমের বড় ছেলে আকাশ মিয়া(১৫)কে ঢাকা পাঠানোর জন্য তাহিরপুর দুপুরে আসে শাহ আলম ও আবুল ফয়েজ। পরে ছেলেকে সুনামগঞ্জের গাড়িতে( সিএনজি) তুলে দিয়ে তারা দুজন বিকেলে উপজেলা উত্তর শ্রীপুর ইউনিয়নের টাংগুয়ার হাওর পাড়ের চিলাইন তাহিরপুর গ্রামের বাড়িতে যাওয়ার উদ্দেশ্য নিজেদের ইঞ্জিন চালিত ছোট নৌকা নিয়ে রওনা হয়। পথিমধ্যে মাটিয়ান হাওর পাড়ি দিয়ে যাওয়ার সময় প্রচন্ড ঝড়ের কবলে পরে নৌকা ডুবে তারা দুজন নিখোঁজ রয়েছে। তাদের পাশাপাশি আরও দুটি নৌকা ছিল তারা এই ঝড়ের সময় নিজেদের নিরাপদ আশ্রয়ে যায়। পরে তাদের কাছ থেকে জেনে ঝড়ের পর কয়েকটি নৌকা নিয়ে হাওরে তল্লাশি করলেও নৌকা ও তাদের দুজনকে পাওয়া যায়নি।

নিখোঁজ শাহ আলমের চাচাত ভাই চিলাইন তাহিরপুর গ্রামের আব্দুল হালিম জানান,ঘটনার পর রাত ১০ টা পর্যন্ত তাদের কোনো খোঁজ পাইনি। সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত পুলিশসহ সবাই মিলে তাদের খোঁজ করছি কিন্তু পাই নি। আমরা হাওরে নিখোঁজদের সন্ধ্যানে আছি। এই ঘটনায় নিখোঁজের পরিবারে শোকের মাতম চলছে ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিখোঁজদের লাশ পেলে করব দিতে পারলেও মনে শান্তি পেত বলে জানান তিনি।

তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুপ্রভাত চাকমা জানান, পুলিশসহ নিখোঁজদের স্বজনসহ স্থানীয়দের সহযোগিতা নিয়ে উদ্ধার তৎপরতা চলছে।

 

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *