ডায়াল সিলেট ডেস্ক :: হবিগঞ্জ জেলার মাধবপুর এলাকায় মানবাধিকার সংগঠন ও বাস্তবায়ন সংস্থার নাম ব্যবহার করে প্রবাসীদের নিকট থেকে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দরিদ্র অসহায় মানুষকে আইনি সহায়তা ও আর্থিক সহযোগীতা করা হয় বলে প্রবাসীদের নিকট থেকে বড় অংকের টাকা সাহায্য নেওয়া হলে তা সংশ্লিষ্টদের না দিয়ে আত্মসাৎ করা হচ্ছে। সহজ সরল প্রবাসী দেশের অসহায় দ্ররিদ্র্র মানুষের কথা চিন্তা করে তাদের নিকট সাহায্য পাঠান। বাস্তবে ওই পাঠানো টাকা গরীব অসহায় মানুষকে নাম মাত্র দিয়ে বা না দিয়ে বেশীরভাগই টাকা নিজে আত্মসাৎ” করেন মানবাধিকার প্রতিষ্টাতা ও বাস্তবায়ন সংস্থার সিলেট বিভাগীয় প্রেসিডেন্ট ও দরিদ্র কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক হবিগঞ্জ জেলার বাহুবল মিরপুরের মো: নুরুল হক। অসহায় দরিদ্রদের নাম করে সাহায্য তুলতে তার প্রথম টার্গেট লন্ডন প্রবাসী। দেশে এসে প্রবাসীরা যে সকল ব্যাক্তিদেরে সাহায্য করা হয়েছে তাদের সাথে দেখা করতে চাইলে সংস্থার চেয়ারম্যান দেখা করাতে রাজি হননি। লন্ডন প্রবাসী শাহজাহান তাদের দেওয়া সাহায্য কোন অসহায় হতদরিদ্রকে দেওয়া হয়েছে জানতে চাইলে বা দেখা করার কথা বললে তাকে হুমকি দেন মানবাধিকার প্রতিষ্টাতা ও বাস্তবায়ন সংস্থার সিলেট বিভাগীয় প্রেসিডেন্ট ও দরিদ্র কল্যাণ সংস্থার নির্বহী পরিচালক মো: নুরুল হক। একপর্যায়ে তিনি তাকে হুমকি দেন বেশী বাড়াবাড়ি করলে তার ঊর্ধ্বতন মহলের লোক দিয়ে গ্রেফতার করাবেন। ভোক্তভোগিরা প্রবাসীরা জানান এইভাবে প্রতিনিয়ত প্রবাসীদের নিকট থেকে অসহায় হতদরিদ্রদের নাম ব্যাবহার করে সংস্থার পরিচয় দিয়ে টাকা আত্মসাৎ করে চলছেন। সংশ্লিষ্ট প্রশাসনের নিকট প্রবাসীদের জোর দাবি বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের। এ ব্যাপারে মানবাধিকার প্রতিষ্টাতা ও বাস্তবায়ন সংস্থার সিলেট বিভাগীয় প্রেসিডেন্ট ও দরিদ্র কল্যাণ সংস্থার নির্বহী পরিচালক মো: নুরুল হক এর কাছে অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি প্রবাসীদের কাছ থেকে টাকা সংগ্রহ করার বিষয়টি স্বীকার করে বলেন আমার সংস্থা থেকে অসহায় হতদরিদ্র মানুষকে ওই সংগ্রহীত টাকা ঠিক মতো সাহায্য সহযোগীতা করা হচ্ছে। অভিযোগটি সত্য নয় বলে তিনি দাবি করেন।