ডায়াল সিলেট ডেস্ক :: মৌলভীবাজার জেলায় সর্বসাধারণের জন্য একটি জরুরি সতর্কবার্তা দিয়েছেন মৌলভীবাজার পুলিশ সুপার মো. মনজুর রহমান।সোমবার (২৮ আগস্ট) সন্ধ্যায় সংবাদ মাধ্যমে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি প্রতারক চক্র ঊর্ধ্বতন কর্তৃপক্ষসহ বিভিন্ন জেলার পুলিশ সুপারদের অফিসিয়াল মোবাইল নম্বর ক্লোন ও পরিচয় ব্যবহার করে নাগরিকদের মোবাইল নাম্বারে ফোন দিয়ে অর্থ দাবি করছে একটি চক্র।
এ বিষয়ে মৌলভীবাজার জেলার সকল নাগরিকদের দৃষ্টি আকর্ষণ করে সতর্ক থাকা এবং এ রকম ফোন পেলে যাচাইপূর্বক জেলা পুলিশকে অবহিত করার জন্য অনুরোধ করা হল। এর আগে চলতি মাসেই দেশের বিভিন্ন জেলা-উপজেলায়ও একই ঘটনার খবর পাওয়া গেছে। পুলিশ সুপার বা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নম্বর ক্লোন করে পরিচয় ব্যবহার করে নাগরিকদের মোবাইল নম্বরে ফোন দিয়ে অর্থ দাবি করছে একটি চক্র।
