শাবি প্রতিনিধি :: টানা তিনদিন স্নাতক প্রথম বর্ষের চূড়ান্ত ভর্তি কার্যক্রম শেষে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মোট আসন খালি রয়েছে ১৬২ টি। ‘এ’, ‘বি’ ও ‘সি’ এ তিন ইউনিটে মোট ১ হাজার ৪০৪ জন শিক্ষার্থী ভর্তি হয়েছেন।

 

মঙ্গলবার রাতে শাবিপ্রবির ভর্তি কমিটির সদস্য সচিব মাহবুবুল হাকিম বিষয়টি নিশ্চিত করেন।

 

তিনি বলেন, ২৭-২৯ আগস্ট এ তিনদিন আমরা স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের চূড়ান্ত ভর্তি নিয়েছি। ‘এ’, ‘বি’ ও ‘সি’ এ তিন ইউনিটে কোটা ব্যতীত বিশ্ববিদ্যালয়ে মোট আসন রয়েছে ১ হাজার ৫৬৬টি। এর মধ্যে মোট ভর্তি হয়েছেন ১ হাজার ৪০৪ জন শিক্ষার্থী। এখনো ১৬২টি আসন খালি রয়েছে। এছাড়া কোটায় ১৬ জন শিক্ষার্থী ভর্তি হয়েছেন।

 

খালি আসন পূরণে সিরিয়ালে থাকা অন্যান্য শিক্ষার্থীদের ডাকা হবে কি-না জানতে চাইলে তিনি বলেন, এটা জিএসটি কমিটির ওপর নির্ভর করছে। তারা সিদ্ধান্ত নিলে আমরা বাকি আসন পূরণে শিক্ষার্থীদের ভর্তি নেব।

 

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *