ঢাবিকে পিছনে ফেলে এপিএ’তে দ্বিতীয় স্থানে শাবি

প্রকাশিত: ৯:৪৪ অপরাহ্ণ, আগস্ট ৩১, ২০২৩

ঢাবিকে পিছনে ফেলে এপিএ’তে দ্বিতীয় স্থানে শাবি

শাবিপ্রবি প্রতিনিধি :: ২০২২-২৩ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি(এপিএ) বাস্তবায়নে দেশের ৪৬ পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে এবার দ্বিতীয় স্থান অর্জন করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের প্রকাশিত এক রিপোর্ট থেকে এ তথ্য জানা যায়।

 

এতে ৪৬টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে ৯৭.৯১ পেয়ে দ্বিতীয় হন শাবিপ্রবি ও শতভাগ নাম্বার পেয়ে প্রথম স্থান অর্জন করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শাবিপ্রবির পরের স্থানে রয়েছে।

 

বিশ্ববিদ্যালয়ের এমন কৃতিত্বেপূর্ণ অর্জনে উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, একটি প্রতিষ্ঠানে/সংস্থায় সেবা প্রদানে গতিশীলতা আনয়ন, দক্ষতা বৃদ্ধি এবং দায়বদ্ধতা ও জবাবদিহি নিশ্চিত করার লক্ষ্যে সরকার ২০১৪-১৫ সাল থেকে দেশে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) চালু করে।

 

এর মাধ্যমে প্রতিষ্ঠানের সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে প্রাতিষ্ঠানিক সক্ষমতার উন্নয়ন, সব স্তরের কর্মকাণ্ডে স্বচ্ছতা নিরূপণ এবং সরকার ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা-২০৩০ ও রূপকল্প ২০৪১ বাস্তবায়ন অনেকটা সহজ হয়। আমাদের এ বিশ্ববিদ্যালয় সুশাসন, শিক্ষা ও গবেষণায় পথিকৃত। আমরা আগামীবছর সব বিশ্ববিদ্যালয়ের মধ্যে ১ম স্থান অর্জন করবো ইনশাআল্লাহ।

 

0Shares