ডায়াল সিলেট ডেস্ক ::  পা লেগে মদের বোতল ভেঙে ফেলায় শ্রীমঙ্গলে লেমন গার্ডেন রিসোর্টে বন্ধুকে খুন করেন রাব্বি। এ ঘটনায় গ্রেফতার শান্ত ঘোষ পুলিশকে এ তথ্য জানান। শ্রীমঙ্গলে লেমন গার্ডেন রিসোর্টে পর্যটক খুনের ঘটনায় পুলিশ শান্ত ঘোষকে (২৪) মঙ্গলবার রাতে তাকে উপজেলার কাকিয়াছড়া থেকে গ্রেফতার করে পুলিশ। তিনি ওই এলাকার কাশিনাথ ঘোষের ছেলে।

জিজ্ঞাসাবাদে শান্ত পুলিশকে জানায়, তিনি শ্রীমঙ্গল গ্র্যান্ড সুলতান টি-রিসোর্ট অ্যান্ড গলফে চাকরি করেন, পূর্বে একই প্রতিষ্ঠানে চাকরি করতেন খুনি রাব্বি। সেই পূর্বের পরিচয়ের সুবাদে রাব্বি শান্তকে নিয়ে আসে লেমন গার্ডেন রিসোর্টে। গত ২৬ আগস্ট সন্ধ্যায় তারা সেখানে খাওয়া দাওয়া ও মদ খায়। হত্যাকাণ্ডের শিকার শরিফুল ইসলাম তাদের মদ খেতে নিষেধ করে এবং এক সময় হঠাৎ শরিফুলের পা লেগে মদের দামি বোতলটি ভেঙে যায়। এতে তাদের মধ্যে চরম বাগবিতণ্ডা ও উত্তেজনা হয়। একপর্যায়ে রাব্বিসহ তার অন্য দুইজন বন্ধু কাঠ দিয়ে শরিফুলের মাথায় আঘাত করে নির্মমভাবে হত্যা করে।

গত বুধবার শান্তকে শরিফুলের স্ত্রী মুন্নী বেগমের দায়ের করা হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে হাজির করলে আদালত তাকে জেলহাজতে প্রেরণ করেন। এদিকে গত মঙ্গলবার হত্যা মামলার তিনজন আসামিকে ধরতে শ্রীমঙ্গল থানা পুলিশের একটি দল ঢাকা গুলশান এলাকায় অভিযান চালায়। সেখান থেকে পুলিশ হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি প্রাইভেটকার উদ্ধার করলেও কোনো আসামিকে গ্রেফতার করতে পারেনি।

গত ২৫ আগস্ট সকালে চাঁদপুরের শাহারাস্তি উপজেলার খাসেরবাড়ি গ্রামের আবুল খায়েরের ছেলে মো. নুরুল আমিন রাব্বি, শরিফুলসহ চার বন্ধু উপজেলার ডলুবাড়ি এলাকায় লেমন গার্ডেন রিসোর্টে বৃষ্টি বিলাস ভিলার ৫নং কক্ষ ভাড়া নেন। পরদিন শনিবার সন্ধ্যা রাতে রুমের ভেতর নির্মমভাবে খুন হন নরসিংদী জেলার রায়পুর উপজেলার হাঁটুভাঙ্গা এলাকার কামরুজ্জামানের ছেলে শরীফুল ইসলাম (৪১)।

শরীফুলের স্ত্রী মুন্নী বেগম জানান, শরীফুল ঢাকার ভাটারা এলাকার ৪০নং ওয়ার্ডের ফাঁসেরটেক নামক স্থানে কার্টুনের ব্যবসা করত। আমার সাড়ে তিন বছরের মেয়ের জন্মের পর এক রাতের জন্যও কোথাও যায়নি ওর বাবা। ঘুমিয়ে যেত বাবার বুকেই। ওর বাবা খাইয়ে না দিলে কিছুই খেতে চাইত না। এত দিন পর হঠাৎ ভ্রমণে গিয়ে লাশ হয়ে ফিরতে হলো তার স্বামীকে। মেয়েটা শুধু বাবা-বাবা করছে। কী জবাব দেব ওকে।

এ ব্যাপারে শ্রীমঙ্গল থানার ওসি জাহাঙ্গীর হোসেন সরদার জানান, মূল আসামিদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন দ্রুততম সময়ের ভেতর আসামিদের গ্রেফতার করতে সক্ষম হবেন।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *