ডায়াল সিলেট ডেস্ক :: কর্মক্ষেত্রে অসামান্য অবদান রাখায় এবং দায়িত্ব হস্তান্তরের মুহূর্তে সিলেটের কৃতি সন্তান, সিলেট সিটি কর্পোরেশনের দুইবারের নির্বাচিত মেয়র আরিফুল হক চৌধুরীকে সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের উদ্যোগে এক বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
উক্ত সংবর্ধনা অনুষ্ঠানটি আজ শনিবার রাত ৮টায় নগরীর আল-হামরা শপিং সিটির ৫ম তলার একটি হোটেলের কনফারেন্স হলে অনুষ্ঠিত হবে।
বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সুশীল সমাজ, রাজনীতিবিদ, আইনজীবী, সাংবাদিক, পেশাজীবি ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন।
সংবর্ধনা অনুষ্ঠান সফল করতে সকলের উপস্থিতি কামনা করেছেন সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুর রহমান রিপন।