১০১ পদের কমিটিতে যারা

 

ডায়াল সিলেট ডেস্ক :: দীর্ঘ অপেক্ষার অবসান হয়েছে সিলেটের জেলা ও মহানগর যুবলীগে। টানা ২৩ বছর পর পদ পদবিসহ পূর্ণাঙ্গ কমিটি পেয়েছেন নেতারা। শনিবার সংগঠনের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করেন। যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের স্বাক্ষর করা পূর্ণাঙ্গ কমিটি নিম্নে দেয়া হল। কমিটিরি বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি ও মহানগর কমিটির সাধারণ সম্পাদক মুশফিক জায়গীরদার । দুটি কমিটিই ১০১ সদস্য বিশিষ্ট করা হয়েছে বলে জানান তারা।

 

১০১ সদস্যের পূর্ণাঙ্গ জেলা কমিটিতে সভাপতি হিসেবে রয়েছেন শামীম আহমদ (ভিপি) ও সাধারণ সম্পাদক শামীম আহমদ। কমিটির বাকিরা হলেন- সহ-সভাপতি সেলিম আহমদ, অ্যাড. আব্দুল মতিন, অ্যাড. আলমগীর, সামস উদ্দিন সামস, হাসান আহমদ চৌধুরী, মনোজ কান্তি কাপালী মিন্টু, এস. এম শাইস্তা তালুকদার, শামীম ইকবাল, সামসুল ইসলাম মিলন, সুজিত চৌধুরী ও মনির মিয়া।

 

যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার আলী, মো, জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক রেজাউর রহমান রেজা, সুজেল আহমদ তালুকদার, শহিদুল ইসলাম টিপু সুলতান, আব্দুল ওয়াদুদ এমরুল, প্রচার সম্পাদক শাহিনুজ্জামান শাহীন, দপ্তর সম্পাদক সাজলু লস্কর, গ্রন্থনা-প্রকাশনা সম্পাদক লোকমান আহমদ, অর্থ সম্পাদক কামরুল ইসলাম, শিক্ষা প্রশিক্ষণ ও পাঠাগার বিষয়ক সম্পাদক সিতাব মিয়া, আইন বিষয়ক সম্পাদক অ্যাড. কবিরুল ইসলাম কবির, ত্রাণ সম্পাদক আবুল হাসান কাসেম, সমাজকল্যাণ সম্পাদক জুনেল আহমদ, বিজ্ঞান তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক হোসাইন আহমদ বাবু, সাংস্কৃতিক সম্পাদক জহিরুল ইসলাম জুয়েল, স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক সোহেল আহমদ কর্ণেল, জনশক্তি ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক রেদওয়ান আহমদ বাপ্পী, তথ্য ও গবেষণা সম্পাদক আলাউদ্দিন তালুকদার, ক্রীড়া সম্পাদক সাইফুর রহমান রুমেল, পরিবেশ বিষয়ক সম্পাদক ফজলুর রহমান জসিম, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক বিনয় চন্দ্র রায়, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক মো. রমিজ উদ্দিন, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বদরুল ইসলাম তুহিন, ধর্ম বিষয়ক সম্পাদক ফারুক আহমদ সুমন, মহিলা বিষয়ক সম্পাদক বিউটি বেগম তামান্না, উপ-প্রচার সম্পাদক মনিরুল হক পিনু, সহ সম্পাদক আব্দুল মান্নান দুলাল, কিবরিয়া মিয়া, তোফায়েল আহমদ, আব্দুল কাইয়ুম, নিজাম আহমদ, মহিউদ্দিন মহি, রাজিব আহমদ চৌধুরী, ফেরদৌস আলম বেগ, এমাদ উদ্দিন, মো. সোহেল মিয়া, তানভীর কবির চৌধুরী সুমন, হুমায়ুন আহমদ মাসুম, শাহিদুর রহমান সাহেদ, রশিদুল ইসলাম রাশেদ, কাজী মো. শাহজাহান, মারুফ আহমদ, রতীন্দ্র লাল দাস ভক্ত, ইউসুফ হোসেন চৌধুরী, মো. মুমিনুল ইসলাম এবং সদস্য অ্যাড. জুয়েল আহমদ, ড. আহমদ আল ওয়ালী, জাহেদুর রহমান চৌধুরী, জুবায়ের আহমদ, অপুর্ব তালুকদার অপু, খালেদ আহমদ চৌধুরী, রুমেল আহমদ, মিজানুর রহমান চৌধুরী, বাপ্পু দেব, এনামুল হক এনাম, মো. হোসেন মিনহাজ, ওবায়দুল্লাহ ইসহাক, মির্জা আইনুল ইসলাম সেরওয়ান, অনিরুদ্ধ মজুমদার পলাশ, হামজা হেলাল, জাকারিয়া উল হক, মনসুর আহমদ চৌধুরী, সোহেল আহমদ জুবেল, আনসার উদ্দিন, শামীম খান, মামুন পারভেজ, মো. সোহেল আহমদ রিপন, সালেহ আহমদ, মো. সাইদুল ইসলাম, মো. সায়েম আহমদ, এএসএম আলী আশরাফ সুমন, জহিরুল ইসলাম তুহেল, মো. রাসেল আহমদ, সুরঞ্জিত দেব বান্টু, মো. এসএম দেলোয়ার রুনেল, রাশেদ পারভেজ লাভলু, মো. আব্দুল কাইয়ুম ও আনোয়ার হুসেন।

 

২০১৯ সালের জুলাইয়ের শেষ দিকে সরাসরি ভোটের মাধ্যমে সিলেট জেলা ও মহানগর যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছিলো। বলা হয়েছিল, দ্রুততম সময়ের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে। কিন্তু এরপর পেরিয়ে গেছে ৪ বছর। এই দীর্ঘ সময় অপেক্ষায় থাকতে হয়েছে যুবলীগের পদপ্রত্যাশী নেতাদের। অবশেষে পূর্ণাঙ্গ কমিটি পেয়েছে সিলেট জেলা ও মহানগর যুবলীগ।

 

কমিটি ঘোশণার আগে সিলেট জেলা ও মহানগর যুবলীগের রাজনীতি ছিলো চার নেতানির্ভর। কাউন্সিলের মাধ্যমে চার বছর আগে জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদ ভিপি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন শামীম আহমদ। আর নগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি ও মুশফিক জায়গীরদার পান সাধারণ সম্পাদকের দায়িত্ব। পূর্ণাঙ্গ কমিটি না হওয়ায় এতোদিন তৃণমূলে ক্ষোভের সঙ্গে সাংগঠনিক কার্যক্রমে দেখা দেয় স্থবিরতা। অবশ্য দীর্ঘ ২৩ বছর ধরেই সিলেটে ক্ষমতাসীন সংগঠন দুটির পূর্ণাঙ্গ কমিটি ছিলো না।

 

২০১৪ সালের জুলাইয়ে আলম খান মুক্তিকে আহ্বায়ক করে সিলেট মহানগর যুবলীগের ৬১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়। কমিটির মেয়াদ ছিল ৩ মাস। তবে সেই কমিটি প্রায় ৬ বছর দায়িত্ব পালন করে। এরপর সম্মেলনের মাধ্যমে আংশিক কমিটি গঠন করা হয়েছিল। একইভাবে সিলেট জেলা যুবলীগের পূর্ণাঙ্গ কমিটি হয়েছিল ২০০৩ সালে। ২০১৯ সালের জুলাই পর্যন্ত কার্যক্রম চালায় যুবলীগের সেই কমিটি।

 

 

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *