ডায়াল সিলেট ডেস্ক :: ফ্যাক্ট চেকিং নিয়ে সিলেটের সাংবাদিকদের সাথে নলেজ শেয়ারিং সেশন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সিসিডি বাংলাদেশের আয়োজনে ইন্টারনিউজের সহযোগিতায় ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (ইমজা) মিলনায়তনে এই সেশন অনুষ্ঠিত হয়। এতে সিলেটের দশজন সাংবাদিক উপস্থিত ছিলেন।
সেশন পরিচালনা করেন সাংবাদিক মাধব কর্মকার। তিনি উপস্থিত সাংবাদিকদের সাথে ভুল তথ্য, কুতথ্য ও অপতথ্য নিয়ে আলোচনা করেন। পাশাপাশি ফ্যাক্ট চেকিংয়ের বিভিন্ন টুলস নিয়ে আলোচনা করেন।
সেশনে উপস্থিত ছিলেন বাংলা টিভির ক্যামেরা পার্সন আলমগীর হোসেন, দৈনিক আমাদের নতুন সময়ের সিলেট প্রতিনিধি সুবর্ণা হামিদ, দৈনিক জৈন্তা বার্তার নিজস্ব প্রতিবেদক শাকিলা ববি, দৈনিক সাম্প্রতিক দেশকালের সিলেট প্রতিনিধি হেনা মমো, দৈনিক একাত্তরের কথার নিজস্ব প্রতিবেদক জয়ন্ত কুমার দাস, সিলেট ভিউয়ের নিজস্ব প্রতিবেদক কামরুল ইসলাম মাহি, ডিবিসি নিউজের শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি শাদমান শাবাব, দৈনিক কালবেলার সিকৃবি প্রতিনিধি আকিমুন হাসান রাফি, এখন টিভির ক্যামেরা পারসন সেলিম মিয়া ও সিলন টিভির রিপোর্টার তাসফিয়াহ হক বুশরা।