ডায়াল সিলেট ডেস্ক :: সিলেটের জৈন্তাপুরে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মোবাইল সেটসহ একজনকে গ্রেফতার করা হয়েছে। এসময় চোরাচালান কাজে ব্যবহৃত একটি প্রাইভেট কারও জব্দ করা হয়।

 

জৈন্তাপুর থানা পুলিশ জানায়, বুধবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে সিলেট তামাবিল মহাসড়কে একটি চেকপোস্ট স্থাপন করে জৈন্তাপুর থানা পুলিশ। চেকপোষ্ট চলাকালে একটি সাদা প্রাইভেটকারকে সন্দেহ হলে কর্তব্যরত পুলিশ সদস্যরা সেটিকে থামাতে বললে চালক গাড়ি না থামিয়ে দ্রুত সিলেট অভিমুখী চলে যায়।পরবর্তীতে জৈন্তাপুর মডেল থানা পুলিশ গাড়িটিকে ধাওয়া করে উপজেলা সদর থেকে দেড় কিলোমিটার দূরে কাটাগাঙ নামক স্হানে আটক করতে সক্ষম হয়। আটককৃত গাড়িতে তল্লাশি করা হয়। তল্লাশিকালে প্রাইভেটকার থেকে ২৯৭ টি ভারতীয় মোবাইল সেট উদ্ধার করা হয়। এসময় গাড়ীতে থাকা চালককে আটক করে পুলিশ।

 

আটক ব্যাক্তির নাম ইউসুফ আলি (৪০), সে গোয়াইনঘাট উপজেলার নলজুরী গ্রামের ইয়াকুব আলীর ছেলে।

 

মোবাইল চোরাচালানের ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

 

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *