জগন্নাথপুর উপজেলা বিএনপির অভিনন্দন ও শুভেচ্ছা 

 

 

ডায়াল সিলেট ডেস্ক :: যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদকে জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মনোনীত করা হয়েছে।

 

শনিবার বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত চিঠির মাধ্যমে তাকে এ পদে মনোনয়ন দেওয়া হয়।

 

চিঠিতে কয়ছর এম আহমদ জাতীয়তাবাদী দলকে সুসংগঠিত ও গতিশীল করতে সর্বদা কর্মতৎপর থাকবেন বলে আশা প্রকাশ করা হয়।

 

উল্লেখ্য, বিএনপির কেন্দ্রীয় কমিটির মনোনীত সদস্য কয়ছর এম আহমদ এর জন্মস্থান সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর পৌর এলাকার ছিলিমপুর গ্রামে। তিনি তৃনমূল থেকে জাতীয়তাবাদী রাজনীতির সাথে সম্পৃক্ত থেকে পরপর তিনবার যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক নির্বাচিত হন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয়তাবাদী দলের ধানের শীষ প্রতীক নিয়ে সুনামগঞ্জ- ৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনে মনোনয়ন প্রত্যাশী তিনি।

 

জগন্নাথপুর উপজেলা বিএনপির অভিনন্দন ও শুভেচ্ছা : যুক্তরাজ্য বিএনপির তিনবারের সাধারণ সম্পাদক জগন্নাথপুর ও শান্তিগঞ্জের মাটি ও মানুষের নেত কয়ছর এম আহমেদকে জাতীয় নির্বাহী কমিটির সদস্য নির্বাচিত করায় দেশনায়ক তারেক রহমান ও বিএনপির সংগ্রামী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে জগন্নাথপুর উপজেলা বিএনপির পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়।

 

জগন্নাথপুর উপজেলা বিএনপি মনে করে, বর্তমান তাবেদার স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে গণতান্ত্রিক আন্দোলনে কয়ছর এম আহমদের ভূমিকা আরো জোরালো হবে।

 

শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করেন জগন্নাথপুর উপজেলা বিএনপির সভাপতি আবূ হুরায়রা সাদ মাস্টার, সহ-সভাপতি এম এ মুকিত, অ্যাডভোকেট জিয়াউর রহিম শাহিন, রফিকুল ইসলাম খসরু, ১ম যুগ্ম সম্পাদক জামাল উদ্দীন আহমদ, যুগ্ম সম্পাদক খলিলুর রহমান, আবু তালেব, সাংগঠনিক সম্পাদক সৈয়দ মুসাব্বির আহমদ, আব্দুস সোবহান, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. দিলু মিয়া, যুব বিষয়ক সম্পাদক মো. আলীম উদ্দীন, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মো. রিপন মিয়া, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো. মিজান কুরেশী, সহ-সাংগঠনিক সম্পাদক মো. সুহেল আমীন, সহ-প্রচার সম্পাদক মো. নুরুল আলম, মানবাধিকার বিষয়ক সম্পাদক সৈয়দ খাইরুল ইসলাম, সহ-ধর্ম সম্পাদক গোলাফ মিয়া, মিরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুন নূর, রানিগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী চান মিয়া, চিলাউড়া হলদিপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক ডা. রাজা মিয়া, কলকলি ইউনিয়ন বিএনপির সভাপতি মো. কামরুজ্জামান, পাইলগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি মো. শফিকুর রহমান তফুর, আশারকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি ফজলু হক কবেরী, সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি সৈয়দ আজমল হুসেন, মিরপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আকলুল করীম, পাইলগাঁও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ জুবায়ের আহমদ আবু, সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. রাহিন তালুকদার, আশারকান্দি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. ফখরুল ইসলাম, কলকলি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাদিকুর রহমান নানু প্রমুখ।

 

জগন্নাথপুর শান্তিগঞ্জ জাতীয়তাবাদী ফোরাম, সিলেট-এর অভিনন্দন : যুক্তরাজ্য বিএনপির ৩ বারের সাধারণ সম্পাদক, জগন্নাথপুর ও শান্তিগঞ্জের কৃতি সন্তান কয়ছর এম আহমদ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয়নির্বাহী কমিটির সদস্য হিসাবে পদোন্নতি পাওয়ায় অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন জগন্নাথপুর শান্তিগঞ্জ জাতীয়তাবাদী ফোরাম, সিলেট-এর নেতৃবৃন্দ।

 

এক যৌথ বিবৃতিতে ফোরামের আহবায়ক তোফাজ্জল হোসাইন বেলাল ও সদস্য সচিব এমদাদুল হক স্বপন অভিনন্দন জানিয়ে বলেন, দলের নিবেদিত এই নেতা পদোন্নতি পাওয়ায় যুক্তরাজ্য বিএনপির পাশাপাশি সুনামগঞ্জ-৩ নির্বাচনী এলাকার জাতীয়তাবাদী পরিবারের সর্বস্তরের নেতৃবৃন্দ আনন্দিত। আমরা আশাকরি অতীতের ন্যয় দলের জন্য আরও সক্রিয় ভূমিকা পালন করবেন তিনি।

 

নেতৃবৃন্দ কয়ছর এম আহমদকে পদোন্নতি দেওয়ায় বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী দেশমাতা বেগম খালেদা জিয়া, আগামীর রাষ্ট্রনায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান ও মহাসচিব সাবেক মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় কমিটির সকল নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

 

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *