মনজু বিজয় চৌধুরী॥  মৌলভীবাজারের রাজনগরে ২০২৩-২০২৪ অর্থবছরে প্রণোদনা কর্মসূচির আওতায় খরিফ-২ মৌসুমে মাসকালাই আবাদ বৃদ্ধির জন্য ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে।

সোমবার (২৫ সেপ্টেম্বর) রাজনগর কৃষি অফিসের হলরুমে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করে কৃষি সম্প্রসার অধিদপ্তর রাজনগর। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার রাজনগর -৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ এমপি।

সার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজনগর উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আক্তার মিতা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব মিলন বখত, কৃষক লীগের সভাপতি জনাব মাহমুদুর রহমান, পাঁচগাঁও ইউনিয়নের চেয়ারম্যান জনাব সিরাজুল ইসলাম সানা।

এসময় উপজেলার সরকারি অফিসার কর্মকর্তা কর্মচারী ও আওয়ামী লীগের নেতার্মীসহ শতাধিক কৃষকও উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে কৃষকদের উদ্দেশ্যে স্বাগত বক্তব্য রাখেন রাজনগর উপজেলা কৃষি অফিসার মো. আব্দুল্লাহ আল আমিন।

এসময় ৪০ জন কৃষকদের মাঝে বিনামূল্যে ডিপি সার ১০ কেজি, এমওপি সার ৫ কেজি, বীজ ৫ কেজি করে বিতরণ করা হয়।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *