বিশ্ব পর্যটন দিবস পালিত

প্রকাশিত: ১০:৪৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৭, ২০২৩

বিশ্ব পর্যটন দিবস পালিত

ডায়াল সিলেট ডেস্ক :: মৌলভীবাজারে কমলগঞ্জে র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বিশ^ পর্যটন দিবস পালিত হয়েছে। বুধবার সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে লাউয়াছড়া জাতীয় উদ্যানের মূল ফটকে র‌্যালি ও পথসভা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীনের সভাপতিত্বে ও পৌরসভার মেয়র মো: জুয়েল আহমেদের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক মো: রফিকুর রহমান। আলোচনায় অংশ নেন লাউয়াছড়া জাতীয় উদ্যান সহ-ব্যবস্থাপনা কমিটির সভাপতি এম. মোসাদ্দেক আহমেদ মানিক, পর্যটন পুলিশের পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন, পরিদর্শক (তদন্ত) আব্দুর রাজ্জাক, মাগুরছড়া খাসিয়া পুঞ্জির হেডম্যান জিডিসন প্রধান সুচিয়াং, লাউয়াছড়া বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জ কর্মকর্তা শহীদুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন শাব্বির এলাহী, সামছুল ইসলাম. মঞ্জুর আহমদ আজাদ মান্না প্রমুখ। সাংবাদিক, পর্যটন সংশ্লিষ্ট উদ্যোক্তাবৃন্দ এবং ট্যুর অপারেটরদের প্রতিনিধিবৃন্দ।

0Shares