মনজু বিজয় চৌধুরী॥ “আইন মেনে সড়কে চলি স্মার্ট , বাংলাদেশ গড়ে তুলি“ এই প্রতিপাদ্য কে সামনে রেখে জেলা প্রশাসনের আয়োজনে আজ বুধবার ( ২৭ সেপ্টেম্বর) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ২২ অক্টোবর ২০২৩ জাতীয় সড়ক নিরাপত্তা দিবস উপলক্ষে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালামের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন জেলা অতিরিক্ত পুলিশ সুপার ( ডিএসবি) মো: মোহসিন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোছা: শাহীনা আক্তার, সদর উপজেলা সহকারি কমিশনার ( ভূমি) সাদিয়া সুলতানা প্রমূখ।
জেলা প্রশাসক উর্মি বিনতে সালাম বলেন, জাতীয় সড়ক নিরাপত্তা দিবস যথাযথ ভাবে আমরা পালন করবো।মানুষ কে সচেতন করাই এই দিবসের মূল লক্ষ্য সড়কে যাতে আর কেউ প্রাণ না হারায় তার জন্য সকলে একযোগে কাজ করে যেতে হবে।
জাতীয় সড়ক নিরাপত্তা দিবস উপলক্ষে জেলার বিভিন্ন স্কুলে সড়ক নিরাপত্তা সচেতনতা মূলক ক্যাম্পেইন করা হবে।২২ অক্টোবর জেলা প্রশাসক প্রাঙ্গন থেকে শোভাযাত্রা বের করা হবে এবং পরে আলোচনা সভার মাধ্যমে শেষ হবে এবারের সড়ক নিরাপত্তা দিবসের আনুষ্ঠিকতা।
সভায় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।