ডায়াল সিলেট ডেস্ক :: সুনামগঞ্জের ছাতকে ভারতীয় ১৯টি মহিষসহ ৫ জন চোরাকারবারীকে গ্রেপ্তার করেছে ছাতক থানা পুলিশ।

 

বৃহস্পতিবার দিবাগত রাত ৪টার দিকে ছাতক পৌরসভার বাগবাড়ী এলাকার সুরমা নদীর পূর্ব পাশে ছাতক সার্কেলের সহকারী পুলিশ সুপার রণজয় চন্দ্র মল্লিক ও ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ্ আলমের নেতৃত্বে এসআই পিয়াস পালের পরিচালনায় মহিষ চোরাচালানের সাথে জড়িত রাজশাহী জেলার কাশিয়াডাঙ্গা উপজেলার কাশিয়াডাঙ্গা গ্রামের শরিফুল ইসলামের পুত্র মো. রায়হান আলী ফয়সাল (২৬), সিলেটের বিশ্বনাথ উপজেলার সাহেবনগর গ্রামের মৃত আকবর আলীর ছেলে ইরাজ উদ্দিন (১৯), সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার মৌলারপাড় গ্রামের হাবিবুর রহমানের পুত্র মোজাম্মেল (২২) ও একই গ্রামের কামাল উদ্দিনের ২ ছেলে মো. সুলেমান আজিদ (২৩) ও সালমান আহমদ (২০)কে গ্রেপ্তার করা হয়।

 

অভিযানে আসামিসহ ১৯টি ভারতীয় মহিষ, ১টি ট্রাক ও ১টি পিকআপ ভ্যান জব্দ করা হয়।

 

এ ব্যাপারে ছাতক সার্কেলের সহকারী পুলিশ সুপার রণজয় চন্দ্র মল্লিক জানান, আটককৃত মহিষের আনুমানিক মূল্য ৫৭ লক্ষ টাকা। আসামিদের বিরুদ্ধে ছাতক থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে ও পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে আসামিদের সোপর্দ করা হয়েছে।

 

 

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *