সালেহ আহমদ (স’লিপক): পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাত মৌলভীবাজার জেলা শাখা কর্তৃক আয়োজিত পবিত্র জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী (দ.) ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) মৌলভীবাজার পৌরসভা মিলনায়তনে ঈদ-এ মিলাদুন্নবী (দ.) উদযাপন কমিটি মৌলভীবাজার জেলার প্রধান উপদেষ্টা সাবেক পৌর কমিশনার এম এমদাদুল হক (মিন্টু) মিলাদুন্নবী (দ.) মাহফিলের শুভ উদ্বোধন করেন। বিভিন্ন কর্মসূচীর মধ্যে ছিলো সকাল ১০টায় গণ জমায়েত, আলোচনা সভা, জশনে জুলুস এবং মিলাদ, দোয়া মাহফিল ও তাবারুক বিতরণ।
বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাত মৌলভীবাজার জেলা সভাপতি পীরজাদা আলহাজ্ব সৈয়দ ফয়জুল ইসলামের নেতৃত্বে জেলার সর্ববৃহৎ জশনে জুলুস বের করা হয়।
এ সময় হাজার হাজার নবী (দ.) প্রেমিক পবিত্র জুলুসে অংশগ্রহণ করেন। জুলুসটি পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌরসভা মিলনায়তনে এসে শেষ হয়।
জশনে জুলুস পূর্বে মৌলভীবাজার পৌরসভা মিলনায়তনে বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাত মৌলভীবাজার জেলা সভাপতি পীরজাদা আলহাজ্ব সৈয়দ ফয়জুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার পৌরসভার মেয়র আলহাজ্ব মোঃ ফজলুর রহমান।
ছাত্রনেতা এস এম জায়েদ রেযার সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন মৌলভীবাজার সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর ড. ফজলুল আলী। প্রধান আলোচক ছিলেন কেন্দ্রীয় ইসলমী ছাত্রসেনার সহ-সভাপতি ছাত্রনেতা এম ওলীউর রহমান।
বক্তব্য রাখেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ কেন্দ্রীয় যুগ্ন মহাসচিব জননেতা জামাল উদ্দিন আহমদ, কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক এড. হাবিবুর রহমান মুকুল, মৌলভীবাজার জেলা সহ-সভাপতি মাওলানা শফিকুল হাসান রেজভী, সাধারণ সম্পাদক মাওলানা মুফতি ফারুক আহমেদ, ঈদ-এ মিলাদুন্নবী (দ.) উদযাপন কমিটি মৌলভীবাজার জেলার সভাপতি আজাদুর রহমান (অদুদ), রাজনগর উপজেলা ছাত্রসেনা সভাপতি সাইফুল ইসলাম সুহান, মৌলভীবাজার সদর উপজেলা সভাপতি ময়নুল ইসলাম, কুলাউড়া উপজেলা সভাপতি আব্দুল কাইয়ুম প্রমুখ।
এসময় বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাত এর একক রাজনৈতিক সংগঠন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, ইসলামিক যুব ফ্রন্ট বাংলাদেশ ও ইসলামী ছাত্রসেনার বিভিন্ন শাখার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।