অনুশীলনে ফুটবল খেলতে গিয়ে পায়ে চোট পান বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান। তাই শুক্রবার গুয়াহাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে প্রস্তুতি ম্যাচে খেলেননি তিনি। বাংলাদেশ দলের একটি সূত্র জানিয়েছে, আগামীকাল ইংল্যান্ডের বিপক্ষেও নিয়মিত অধিনায়কের খেলার সম্ভাবনা অতি ক্ষীণ।

বাংলাদেশ দল সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানিয়েছেন, এখানে (গুয়াহাটি) প্রচণ্ড গরম আর আর্দ্রতা।

তাই ইংল্যান্ডের বিপক্ষে সাকিবের খেলার সম্ভাবনা খুব কম। শ্রীলঙ্কার বিপক্ষে খেলা কয়েকজনকেও বিশ্রাম দেওয়া হতে পারে।
তার মানে যেসব ক্রিকেটার পর্যাপ্ত গেমটাইম পেয়েছেন শ্রীলঙ্কার বিপক্ষে, তাদের বিশ্রাম দেওয়া হতে পারে শেষ গা গরমের ম্যাচে।

এদিকে সাকিবের চোট নিয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য এখনো দেওয়া হয়নি বিসিবির পক্ষ থেকে।

তাই নানা রকম খবর ভাসছে হাওয়ায়। কেউ বলছেন, চোট গুরুতর। কেউ বা বলছেন মোটেও গুরুতর নয়। তার ওপর তামিম ইকবালকে ছাড়া বিশ্বকাপ স্কোয়াড ঘোষণার পরবর্তী পরিস্থিতিতে সংবাদমাধ্যমকে এড়িয়ে চলছেন জাতীয় দল সংশ্লিষ্টরা।

তাই সাকিবের চোট কতটা গুরুতর, তা এখনো অজানা।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *