ডায়াল সিলেট ডেস্ক :: ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে জুড়ী উপজেলার ফুলতলা ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৯ সেপ্টেম্বর) বিকাল ৫ টায় ফুলতলা বশির উল্লাহ উচ্চ বিদ্যালয় হল রুমে ২ নং কোনাগাঁও ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে ফুলতলা ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ মহরম আলীর সভাপতিত্বে ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম তাজুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জুড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ মাসুক মিয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জুড়ী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাসুক আহমদ, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি এড. আব্দুল খালিক, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক বদরুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক রিংকু রঞ্জন দাশ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ আরমান আলী, ফুলতলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ডাঃ কাঞ্চন চক্রবর্তী, উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল রানা, ফুলতলা ইউনিয়ন যুবলীগের আহবায়ক দেলোয়ার হোসেন জাহেদ, যুগ্ন আহবায়ক আব্দুল বাছিত ছায়াদ, ফুলতলা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি গোলাম জাকারিয়া পিয়াল, ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক গিয়াস মিয়া সহ প্রমূখ। এছাড়াও ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্মেলনে প্রথম অধিবেশন শেষে দ্বিতীয় অধিবেশনে অতিথিরা সর্বসম্মতিক্রমে নেওয়ার মিয়া কে সভাপতি ও সিনিয়র সহ-সভাপতি পদে মোঃ হারুন মিয়া এবং আলকাছ মিয়া কে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত করেন।