বিনোদন ডেস্ক :: ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। মঙ্গলবার (১৭ অক্টোবর) নয়া দিল্লির বিজ্ঞান ভবনে পুরস্কার প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ অনুষ্ঠানে হাজির হয়ে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে সম্মাননা স্মরক গ্রহণ করেন আলিয়া।

 

পুরস্কার গ্রহণের জন্য বর রণবীর কাপুরকে সঙ্গে নিয়ে হাজির হয়েছিলেন আলিয়া ভাট। সব্যসাচীর ডিজাইন করার শাড়ি পরেছিলেন তিনি। গোপায় গুজেছিলে সাদা গোলাপ। সেরা অভিনেত্রী বিভাগে যৌথভাবে পুরস্কার পেয়েছেন আলিয়া ভাট ও কৃতি স্যানন। ‘গাঙ্গুবাঈ কাঠিয়াওয়ারি’ সিনেমার জন্য এ পুরস্কার পেয়েছেন আলিয়া।

 

এস হুসাইন জাইদির ‘মাফিয়া কুইন অব মুম্বাই’ অবলম্বনে নির্মিত হয়েছে ‘গাঙ্গুবাঈ কাঠিয়াওয়ারি’। এতে আলিয়াকে কামাথিপুরা পতিতালয়ের মালিক গাঙ্গুবাঈ চরিত্রে দেখা গেছে। অল্প বয়সী এক নারী কীভাবে সাহসিকতা দিয়ে কামাথিপুরায় নিজের রাজত্ব গড়ে তোলেন তা এই সিনেমার গল্পে তুলে ধরা হয়েছে।

 

২০২২ সালের ১৬ ফেব্রুয়ারি মুক্তি পায় সঞ্জয় লীলা বানসালি পরিচালিত ‘গাঙ্গুবাঈ কাঠিয়াওয়াড়ি’। ১০০ কোটি রুপি বাজেটের এ সিনেমা বক্স অফিসে আয় করে ২০০ কোটি রুপির বেশি।

 

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *