ডায়ালসিলেট ডেস্ক : মৌলভীবাজার শহরতলীর ইসলামবাগে বদরুন্নেসা ক্লিনিকের পিছনে মোঃ বাক্কু মিয়ার কলোনীতে অগ্নিকাণ্ডে একটি টিনসেড ঘরের ১২টি রুম সম্পূর্ণভাবে পুড়ে গেছে। এতে ঘরের প্রায় ২ লক্ষাধিক টাকার মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে। বুধবার ২৬ অক্টোবর দিবাগত ভোররাত  অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

জানা গেছে, ভোররাত  দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। মুহূর্তেই পুরো ঘরে আগুন ছড়িয়ে পড়ে। এ সময় ইসলামবাগ পুরো এলাকায় আগুনের লেলিহান শিকায় আলেকিত হলে আতঙ্ক ছড়িয়ে পড়ে জনমনে। তবে অগ্নিকাণ্ডে ঘরের কেউ হতাহত হয়নি।
মৌলভীবাজার ফায়ার সার্ভিস জানিয়েছে, শহরতলীর ইসলামবাগ এলাকার মোঃ বাক্কু মিয়ার কলোনীতে একটি টিনসেড ঘরের ১২টি রুম সম্পূর্ণভাবে পুড়ে গেছে। তবে আগুনের সূত্রপাত কোথা থেকে তা কেউ বলতে পারেনি।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে ছুটে যায়। কিন্তু রাস্তা সরু থাকায় ঘটনাস্থলে গাড়ি পৌঁছাতে পারেনি। তাছাড়া আশপাশের কোথাও পানির উৎস ছিলো না। ফায়ার সার্ভিসের ১২জন কর্মী অক্লান্ত পরিশ্রমে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ আরও জানিয়েছে, অগ্নিকাণ্ডে প্রায় ২ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে এবং প্রায় ১০ লক্ষ টাকার মালামাল উদ্ধার করতে সক্ষম হয়েছি। আগুন নিয়ন্ত্রণে আনায় আশপাশের বেশ কিছু দালান ঘর রক্ষা পেয়েছে। নতুবা বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারতো।
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *