ডায়াল সিলেট ডেস্ক : মৌলভীবাজারের জুড়ীতে বিএনপি জামায়াতের ডাকা ৪৮ ঘন্টার অবরোধের বিরুদ্ধে শান্তি মিছিল করেছে উপজেলা আওয়ামীলীগ। বুধবার (৮ নভেম্বর) শান্তি মিছিলটি উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

আওয়ামীলীগের শান্তি মিছিলে অংশ নেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি মাসুক মিয়া, যুগ্ন সাধারণ সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাস, যুগ্ন সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ বদরুল ইসলাম, জায়ফরনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদির দারা, উপজেলা যুবলীগের সহ-সভাপতি সাইরুল ইসলাম, সহ-সভাপতি হাসান তারেক, সাংগঠনিক সম্পাদক মোঃ শাহ আলম, জায়ফরনগর ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক আবুল খায়ের সায়মন, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইকবাল ভূঁইয়া উজ্জ্বল, উপজেলা মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক নুরুজ্জামান, স্বেচ্ছাসেবক লীগ নেতা মর্তুজ আলী মর্তুজা, যুবলীগ নেতা সুমন পারভেজ, কলেজ ছাত্রলীগের সভাপতি আশফাক আদনান, সাধারণ সম্পাদক গৌতম দাস, ছাত্রলীগ নেতা হুমায়ুন রশিদ, আল আমিন খান, হাবিবুর রহমান জয় প্রমুখ।

এছাড়াও মিছিলে উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *