ডায়াল সিলেট ডেস্ক :: তাহিরপুরে নাশকতা সংগঠনের উদ্যোগ নেওয়ার অভিযোগে বিএনপির তিনজন, ছাত্রদলের একজন এবং জামায়াতের দুই জনকে গ্রেপ্তার করেছে তাহিরপুর থানা পুলিশ।

 

গ্রেফতারকৃতরা হলেন বাদাঘাট ইউনিয়নের মৃত ছবর আলী শাহ’র ছেলে বিএনপি নেতা আমির শাহ (৪৫), একই গ্রামের শেখ খসরু মিয়ার ছেলে বিএনপি নেতা ডাঃ শেখ এস কে শফিকুল ইসলাম (৪০), শ্রীপুর উত্তর ইউনিয়নের রঙ্গাচড়া গ্রামের আব্দুল মান্নানের ছেলে ১নং ওয়ার্ড বিএনপি সভাপতি কামাল হোসেন (৪০), উপজেলা ছাত্রদলের যুগ্ন আহ্বায়ক রাহাত হাসান রাব্বি (২২), জামায়াত নেতা কলাগাঁও গ্রামের মৃত এলাহি বক্স ফকিরের ছেলে আল আমিন (৩২), একই গ্রামের সিরাজ খন্দকারের ছেলে জামায়াত নেতা মাহমুদউল্লাহ (৪০)।

 

রবিবার রাতে এবং সোমবার সকালে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ।

 

সোমবার দুপুরে তাহিরপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নাজিম উদ্দীন বিষয়টি নিশ্চিত করে বলেন, উপজেলার বিভিন্ন স্থানে নাশকতা সংগঠনের উদ্যোগ নেওয়ার অভিযোগে পুলিশ তাদের পৃথক স্থান থেকে গ্রেফতার করছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছে এবং তাদের কারাগারে প্রেরণ করা হয়েছে।

 

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *