ডায়াল সিলেট ডেস্ক :: সারাদেশে ফের ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি আসছে। হরতালের পর মঙ্গলবার বিরতি দিয়ে ষষ্ঠ দফায় বুধবার থেকে এ অবরোধ শুরু হবে। এদিন সকাল ৬টা থেকে শুরু হয়ে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত এ কর্মসূচি চূড়ান্ত করেছে বিএনপি।

 

এরই মধ্যে যুগপৎ আন্দোলনে থাকা শরিকদের নতুন কর্মসূচির বিষয়ে জানিয়ে দেওয়া হয়েছে। বিএনপি ও শরিকদের সূত্রে জানা গেছে এ তথ্য।

 

২৯ অক্টোবর থেকে দেশব্যাপী পাঁচ ধাপে ১১ দিন অবরোধ এবং একদিন হরতাল পালন করে বিএনপি ও তাদের মিত্ররা।

 

এরপর সবশেষ রবিবার সকাল ৬টা থেকে ৪৮ ঘণ্টার হরতাল পালন করছে দলটি, যা মঙ্গলবার সকাল ৬টায় শেষ হবে।

 

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *