ডায়াল সিলেট ডেস্ক :: চুরি ডাকাতি ও মাদক সংক্রান্ত অপরাধ প্রতিরোধে আইন-শৃঙ্খলা বিষয়ক বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার রাত ৮টার দিকে উপজেলার আদমপুরে মনিপুরী কালচারাল কমপ্লেক্সে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন কমলগঞ্জ থানার ওসি সঞ্জয় চক্রবর্তী।
আদমপুর ইউপি চেয়ারম্যান আবদাল হোসেনের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কমলগঞ্জ থানার ওসি (তদন্ত) আব্দুর রাজ্জাক, এসআই জিয়াউল হক, এএসআই আক্তার হোসেন, ইউপি সদস্য জুমের আলী, রুসন আলী, কামরুজ্জামান, সাবেক ইউপি সদস্য কে মহীন্দ্র সিংহ, নারী ইউপি সদস্য গুলনাহার বেগম, জরিনা বেগম, প্রহল্লাদ সিংহ, নিরঞ্জন সিংহ, সাংবাদিক ছাব্বির এলাহী প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে কমলগঞ্জ থানার ওসি সঞ্জয় চক্রবর্তী বলেন, সবাইকে দেশের সেবায় কাজ করতে হবে। আর সেই কাজ হচ্ছে অবৈধ অনুপ্রবেশকারী, চোরাচালানী, মাদক পাচারের কোনো তৎপরতা নজরে এলে যেন দ্রুততার সঙ্গে পুলিশকে অবহিত করেন। এলাকার আইন-শৃঙ্খলার উন্নয়ন, চুরি, ডাকাতি ও মাদক প্রতিরোধে সবাইকে একযোগে কাজ করতে হবে।
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *