কুলাউড়া প্রতিনিধি: নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৭ জানুয়ারি দ্বাদশ সংসদ নির্বাচনে মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসন থেকে অংশ নিতে ৪ জন প্রার্থী এখন পর্যন্ত মনোনয়ন ফরম কিনেছেন।
মঙ্গলবার (২৮ নভেম্বর) দুপুরে উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আবুল বাশার এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি জানান, আগামী ৩০ নভেম্বর দ্বাদশ সংসদ নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ। ইতিমধ্যে উপজেলা নির্বাচন অফিস কার্যালয় থেকে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, স্বতন্ত্র থেকে সদ্য উপজেলা চেয়ারম্যান থেকে পদত্যাগকারী উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি অধ্যক্ষ একেএম সফি আহমদ সলমান, তৃণমূল বিএনপি থেকে সাবেক এমপি এম এম শাহীন ও স্বতন্ত্র থেকে সাবেক এমপি মো. আব্দুল মতিন।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *