ডায়াল সিলেট ডেস্ক :দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়নলাভের পর আগামীকাল মঙ্গলবার (২৮ নভেম্বর) নিজ নির্বাচনী এলাকায় আসবেন বাংলাদেশ আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটি সদস্য ও ওলিলা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোঃ জিল্লুর রহমান।

সোমবার (২৭ নভেম্বর) রাত ৮ টায় তিনি এই প্রতিবেদককে বিষয়টি নিশ্চিত করেন।

জিল্লুর রহমান বলেন, মঙ্গলবার দুপুরে ঢাকা থেকে বিমানযোগে তিনি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আসবেন। সেখান থেকে প্রথমে হজরত শাহজালাল (র.) মাজার ও হজরত শাহপরান (র.) মাজার জিয়ারত করবেন। এরপর শেরপুর হয়ে মৌলভীবাজারে হজরত শাহ মোস্তফা (র.) মাজার জিয়ারত করে প্রয়াত সমাজ কল্যানমন্ত্রী সৈয়দ মহসীন আলী ও সাবেক এমপি মরহুম আজিজুর রহমানের কবর জিয়ারত করে মৌভীবাজারের বঙ্গবন্ধুর স্মৃতিস্তম্বে পুষ্প অর্পন করবেন।

পরে তিনি রাজনগরের উদ্দেশ্যে রওয়ানা দিয়ে সন্ধ্যায় দলীয় নেতাকর্মীদের সাথে সাক্ষাত করবেন।

উল্লেখ্য, মোঃ জিল্লুর রহমান রাজনগর উপজেলার কামারচাক ইউনিয়নের তারাপাশা গ্রামের মরহুম আলহাজ্ব আব্দুল মছব্বির এর ছেলে।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *