ডায়াল সিলেট ডেস্ক ::  দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল বাতিল, সরকারের পদত্যাগ ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সংসদ নির্বাচনের এক দফা দাবিতে নবম দফায় বিএনপির ডাকা ৪৮ ঘণ্টা অবরোধ সফলে এ বিক্ষোভ মিছিল করে জেলা ছাত্রদল।

রোববার (৩ ডিসেম্বর) সন্ধ্যা ছয়টায় ঢাকা সিলেট আঞ্চলিক মহাসড়কের যুগিডর এলাকায় মিছিল করে সংগঠনটির নেতাকর্মীরা। এতে নেতৃত্ব দেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আকিদুর রহমান সোহান।

সংক্ষিপ্ত মিছিল থেকে তারা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কারাবন্দিদের মুক্তির দাবি জানান। এছাড়া সরকার পদত্যাগের দাবিতে স্লোগান দেন।

মিছিলে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপি যুব বিষয়ক সম্পাদক ওয়াহাবুর রহমান রুমেল, সদর উপজেলা বিএনপি সহ সাংগঠনিক মোহাম্মদ তোফায়েল আহমদ চৌধুরী,সদর উপজেলা বিএনপি সহ সাংগঠনিক মঞ্জু হক,সাবেক সদস্যসচিব তাতীদল মোঃ শফিউল আলম জগলু, যুব নেতা আবু সুফিয়ান জেলা ছাত্রদলের সহ-সভাপতি মাহবুব আল জামাল,সহ-সাংগঠনিক সম্পাদক জুনেদ আলম, কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক মাকনুনুর রহমান প্রমুখ।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *