ডায়াল সিলেট ডেস্ক :: রাজনীতির জন্য উনাকে সহ্য করতে হয়েছে অনেক নির্যাতন,অনেকবার কারাবরণও করতে হয়েছে। এম এ রহিম সি আই পি ১৯৬৯ ইং থেকে ছাত্রলীগের রাজনীতি শুরু করে হাটি হাটি পা পা করে আজকের এ অবস্থানে আছেন।
ছাত্র রাজনীতির পরবর্তী সময়ে উনি যুক্তরাজ্যে অবস্থানকালীন সময়ে বাঙ্গালিদের পক্ষ থেকে উনি কাউন্সিলর নির্বাচিত হয়েছিলেন কয়েকবার,চাইলে তিনি যুক্তরাজ্যের রাজনীতিতে আরো ভালো অবস্থানে থাকতে পারতেন কিন্তু এদেশ মা ও মাটির টানে তিনি যুক্তরাজ্যের আরাম আয়েশের জীবন ত্যাগ করে নিজেকে সেটেল করেন বাংলাদেশের রাজনীতিতে, অকোপটে নিজিকে বিলিয়ে দেন দলীয় কার্যক্রমে,দলীয় কর্মকান্ডে উনি সবসময় বড় অংকের ডোনেশন করেন।প্রয়াত সমাজকল্যান মন্ত্রী সৈয়দ মহসিন আলী সাহেবের খুবই আস্থাভাজন ছিলেন এম এ রহিম সি আইপি।
আওয়ামীলীগের প্রত্যেকটি আন্দোলন সংগ্রামে রাজপথে উনার রয়েছে সরব উপস্থিতি।
কারো দয়ায় নয় নিজ কর্মদক্ষতায় উনি টানা কয়েকবারের সি আই পি,উনি বাংলাদেশের ধনাঢ্য ব্যক্তিদের মধ্যে অন্যতম একজন।
উনি একজন শিক্ষানুরাগী,উনি কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান নিজ উদ্দ্যোগে প্রতিষ্ঠিত করেছেন।
রাজনীতি করার সুবাদে জননেত্রী শেখ হাসিনাসহ উনার পরিবারের সকলের সাথে রয়েছ উনার সুসম্পর্ক।
জনাব এম এ রহিম সি আই পি উড়ে এসে জুড়ে বসেন নি,দলের প্রতি উনার ত্যাগ তিতিক্ষার ফলে মৌলভীবাজার জেলার সর্বস্তরের আওয়ামী পরিবারের নেতাকর্মীর সমর্থন নিয়ে মৌলভীবাজার -রাজনগর ৩ আসনে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন।
তাই মৌলভীবাজারের আওয়ামীলীগের স্বার্থে আমরা আওয়ামী পরিবারের সকল নেতাকর্মী উনার পাশে থাকা সময়ের দাবী।
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *