বিনোদন ডেস্ক :: বিয়ে করেছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী ও সংগীতশিল্পী জিনাত সানু স্বাগতা। এ তথ্য অভিনেত্রী নিজেই জানিয়েছেন। তার বরের নাম নাম ড. হাসান আজাদ।

 

জানা গেছে, ২৪ জানুয়ারি বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন স্বাগতা।

 

স্বাগতা জানান, তার স্বামী একজন লন্ডন প্রবাসী। তার জন্ম ও পড়াশোনা সবই যুক্তরাজ্যে। সংগীত জগতের সঙ্গে জড়িত তিনি। ড. হাসান একাধারে গান লেখেন, সুর ও মিউজিক কম্পোজ করেন। কলম্বিয়া ইউনিভার্সিটি থেকে পিএইচডি করা হাসান পেশায় একজন ব্যবসায়ী।

 

উল্লেখ্য, প্রায় ৭ বছরের প্রেমের পর চিত্রগ্রাহক রাশেদ জামানকে বিয়ে করেন ছোট পর্দার অভিনেত্রী ও সংগীতশিল্পী জিনাত সানু স্বাগতা। ছয় বছর সংসারের পর ২০২১ সালের ১৬ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদের পথে হাঁটে এই জুটি। টেলিভিশন নাটকের স্বাগতা বাংলা চলচ্চিত্রেও একাধিক কাজ করেছেন। নায়িকা হিসেবে তার অভিষেক ঘটে ‘শত্রু শত্রু খেলা’ চলচ্চিত্রে অভিনয়ের মধ্য দিয়ে। এরপর তিনি একে একে অভিনয় করেন ‘কোটি টাকার ফকির’, ‘অশান্ত মন’, ‘ডুব সাঁতার’, ‘ফিরে এসো বেহুলা’, ‘সূচনা রেখার দিকে’, ‘পাপ-পুণ্য’, ‘মানুষের বাগান’ ও ‘লাল মোরগের ঝুঁটি’ চলচ্চিত্রে।

 

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *