ডায়াল সিলেট ডেস্ক :: কারাবন্দি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমানের পরিবারের খোঁজ নিতে তার বাসায় গেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
শুক্রবার (২৬ জানুয়ারি) বিকাল ৫টায় আমান উল্লাহ আমানের বাসায় যান দলটির নেতারা। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।
এ সময় নজরুল ইসলাম খানের সঙ্গে ছিলেন বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক শিরিন সুলতানা।
শায়রুল জানান, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে কারাগারে ও নির্যাতিত নেতৃবৃন্দের পরিবার এবং নেতাকর্মীদের সরাসরি এবং ফোনে খোঁজ নেয়া হচ্ছে।