ডায়াল সিলেট ডেস্ক :: দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি কারণে বিএনপির ইফতারিতে অনেক পরিবর্তন এসেছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। মঙ্গলবার লেডিস ক্লাবে দলটির ইফতার মাহফিলে এ কথা জানান তিনি।

 

ওলামা মাশায়েখ ও এতিমদের সম্মানে এ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করে বিএনপি। এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সভাপতিত্ব করেন স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। ইফতার মাহফিলে শতাধিক অতিথি উপস্থিতি ছিলেন।

 

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, স্বৈরাচার সরকারের ক্ষমতা দীর্ঘস্থায়ী হতে পারে। তবে টিকে থাকতে পারবে না। এ সরকারও টিকবে না। স্বৈরাচার সরকারকে একদিন বিদায় নিতে হবে, ইনশাআল্লাহ।

 

এসময় উপস্থিত ছিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুর মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, চেয়ারপার্সনের মিডিয়া উইং কর্মকর্তা শামসুউদ্দিন দিদার, মিডিয়া সেলের সদস্য শায়রুর কবির খান প্রমুখ।

 

এর আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ইফতার মাহফিলে আসেন। এরপর তিনি মঞ্চে না গিয়ে সাংবাদিকদের জন্য সংরক্ষিত আসনে বসে পড়েন। তার আসনে বসার জন্য বার বার মঞ্চ থেকে আহ্বান জানানো হলেও তিনি যাননি। পরে ইফতারির আগ মুহূর্তে মঞ্চে গিয়ে বসেন তিনি। কি কারণে তিনি এমনটি করলেন তা জানা যায়নি।

 

এ বিষয়ে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, আমি সব সময় আমন্ত্রিতদের সঙ্গে ইফতারি করতে স্বাচ্ছন্দ্যবোধ করি। তাই এখানে বসেছি।

 

স্থায়ী কমিটির সদস্য জমির উদ্দিন সরকার বলেন, স্বাধীন দেশের ওপর কেউ মাতব্বরি করতে পারবে না। দেশের মানুষ একটা গণতান্ত্রিক পরিবেশের মধ্যে বাস করবে। বাংলাদেশকে ছোট করে কেউ কোনো দিন কিছু করতে পারবে না। এই দেশ তৈরি করেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান।

 

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *