ডায়ালসিলেট ডেস্ক:সাবেক ডাক, টেলি যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের বিরুদ্ধে ধানের শীষের এজেন্টকে মারধর ও বিএনপির পদযাত্রায় হামলার অভিযোগে সিংড়া থানায় পৃথক দুটি মামলা হয়েছে। সোমবার রাতে দুটি মামলায় পলককে প্রধান আসামি করা হয়েছে।

জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা রয়েছে ৩০-৪০ জন। খাজুরা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক আরিফুল ইসলাম বাদী হয়ে এ মামলা করেন।

২০২৩ সালের ১১ ফেব্রুয়ারি বিএনপির পদযাত্রায় প্রস্তুতির সময় কৈগ্রামে অতর্কিত হামলা চালিয়ে মারধর করা হয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম বলেন, হামলা ও মারধরের ঘটনায় থানায় দুটি মামলা হয়েছে। দুটি মামলায় সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও ইউপি চেয়ারম্যান জাকির হোসেনকে আসামি করা হয়েছে। তদন্ত করে পরবর্তীতে ব্যবস্থা নেবেন।

উল্লেখ্য, সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক দেশ ছেড়ে পালানোর সময় হযরত শাহজালাল বিমানবন্দর থেকে আটক হয়ে বর্তমানে পুলিশের দায়েরকৃত মামলায় রিমান্ডে রয়েছেন। এই প্রথম নিজ জন্মভূমি সিংড়ায় পলকের নামে দুটি মামলা দায়ের করা হয়েছে।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *