স্পোর্টস ডেস্ক:পাকিস্তান থেকে দেশে ফিরেই ভারত সফরে যাবে বাংলাদেশ ক্রিকেট দল। ১৯ সেপ্টেম্বর চেন্নাইয়ে শুরু হবে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। ২৭ সেপ্টেম্বর কানপুরে শুরু হবে সিরিজের দ্বিতীয় টেস্ট। এরপর হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।

ভারত সফরে যাওয়ার আগে পাকিস্তানের মাঠে দুই ম্যাচের টেস্ট সিরিজে ঐতিহাসিক জয় পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। ২০০০ সালে টেস্ট মর্যাদা পাওয়ার পর থেকে পাকিস্তানের বিপক্ষে এতদিন টেস্টে কোনো জয় ছিল না টাইগারদের। রাওয়ালপিন্ডিতে সদ্য শেষ হওয়া দুই ম্যাচের টেস্ট সিরিজে ১০ ও ৬ উইকেটের দাপুটে জয়ে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ।

ভারত সফরের আগে পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয় নিয়ে বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেন, ‘পরের সিরিজ আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এই জয় আমাদের অনেক আত্মবিশ্বাস দিয়েছে। মুশফিকুর রহিম ও সাকিব আল হাসানের অনেক অভিজ্ঞতা আছে, তারা দুজনই ভারতে খুব গুরুত্বপূর্ণ হবে। ভবিষ্যতেও টেস্ট জয়ের এই সংস্কৃতি অব্যাহত রাখার চেষ্টা করব।’

ঐতিহাসিক টেস্ট সিরিজ জয় নিয়ে শান্ত আরও বলেন, ‘এই জয়টা আমাদের কাছে অনেক কিছু, যা ভাষায় প্রকাশ করা কঠিন। সত্যিই আমরা খুব খুশি। আমরা এখানে জয় খুঁজছিলাম, এবং আমি খুব খুশি যে প্রত্যেকে তাদের দায়িত্ব সম্পূর্ণরূপে পালন করেছে। আমাদের পেসারদের কাজের নৈতিকতা ছিল চমৎকার, আর সেই কারণেই আমরা এমন ফল পেয়েছি। সকলেই নিজেদের প্রতি সৎ ছিল এবং সকলেই জিততে চেয়েছিল।’

নাজমুল হোসেন আরও বলেন, ‘সাদমান ইসলাম অনিক যেভাবে ব্যাট করেছে তা দুর্দান্ত ছিল। এমনকি জাকিরকেও এই টেস্ট ম্যাচে ভালো ব্যাটিং করতে দেখা গেছে। তিনি একটি ইতিবাচক দৃষ্টিভঙ্গি দেখিয়েছেন এবং আমরা এটি থেকে উপকৃত হয়েছি।’

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *